সুরেশ রায়নাকে আজ তলব ইডির, বেআইনি বেটিং অ‍্যাপে নাম জড়ানোয় বিপাকে তারকা!

সুরেশ রায়নাকে আজ তলব ইডির, বেআইনি বেটিং অ‍্যাপে নাম জড়ানোয় বিপাকে তারকা!

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার তাঁকে দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর।

অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে ইডি। তেমনই 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় আজ, বুধবার রায়নাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন, প্রাক্তন অলরাউন্ডার কীভাবে এই অ্যাপের সঙ্গে জড়িয়ে পড়লেন? সূত্রের খবর, এই অ্যাপের প্রচারের সঙ্গে নাকি জড়িত রায়নার নাম। আর সেই কারণেই তাঁকে জেরা করা হবে। যদিও তাঁর থেকে ঠিক কী কী তথ্য জানার চেষ্টা করবে ইডি, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, এই সংক্রান্ত আরও তথ্য পেতে গুগল এবং মেটার প্রতিনিধির সাহায্য নিতে চাইছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, জনসাধারণকে প্রলোভন দেখিয়ে বছরের পর বছর এই সমস্ত বেআইনি বেটিং অ্যাপগুলি বিভিন্ন নামে নিজেদের ব্যবসা বিস্তার করে চলেছে। সেই সঙ্গে মানুষের বিশ্বাস জিততে প্রচারে ব্যবহার করছে সেলেবদের মুখ। শুধুমাত্র চলতি বছরের প্রথম তিন মাসেই ১৬০ কোটি মানুষ এই বেআইনি বেটিং অ্যাপে ঢুঁ মেরেছে। প্রতি বছর প্রায় ২৭ হাজার কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে এই সমস্ত অ্যাপ। আর সেই কারণেই এই বিরুদ্ধে কোমর বেঁধে আসরে নেমেছে ইডি। ইতিমধ্যেই মুম্বই, দিল্লি-এনসিআর, হায়দরাবাদ, জয়পুর, সুরাট-সহ ১৫টি শহরে এই চক্রের তল্লাশি চালানো হয়েছে। এবার রায়না কী ধরনের প্রশ্নের সম্মুখীন হন, সেটাই বড় প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *