সুখবর! বইমেলা চলাকালীন বিশেষ বাস চালাবে পরিবহণ দপ্তর, জেনে নিন রুট

সুখবর! বইমেলা চলাকালীন বিশেষ বাস চালাবে পরিবহণ দপ্তর, জেনে নিন রুট

স্বাস্থ্য/HEALTH
Spread the love


নব্যেন্দু হাজরা: বইপ্রেমীদের জন্য সুখবর। একেই শহরে শুরু হয়েছে বইয়ের উৎসব। ৪০ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। ২৮ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর বইমেলায় যাতায়াতের সুবিধার্থে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ বাস চালাবে পরিবহণ দপ্তর। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস, যার গন্তব্য করুণাময়ী অর্থাৎ বইমেলা প্রাঙ্গণ। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বাস। যতদিন বইমেলা চলবে, ততদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বাস পাবেন বইমেলায় যাতায়াতকারীরা। তবে ছুটির দিন ব্যতিক্রম। ওই দিনগুলিতে বাড়তি পরিষেবা মিলবে না।

সেন্ট্রাল পার্কের পাশেই করুণাময়ী বাস টার্মিনাস। বিভিন্ন জায়গা থেকে সেখানেই বইমেলাগামী বাসগুলি থামবে। আবার করুণাময়ী থেকে শহরের বিভিন্ন রুটে পৌঁছে যাবে বিশেষ বাস। পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী, অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। নামানো হচ্ছে বাড়তি তিনটি এসি বাসও। এছাড়া সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। পরিবহণ দপ্তর জানিয়েছে, করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে, বাসগুলির সামনে কাচের জানলায় তা লেখা থাকবে। তা দেখে যাত্রীরা নিজেদের গন্তব্য অনুযায়ী বাসে উঠতে পারবেন। সবমিলিয়ে, শুধু অতিরিক্ত বাস চালানোই নয়, সুষ্ঠুভাবে বইমেলার ১৩ দিন ধরে যাত্রীদের পরিষেবা দেওয়া যায়, তার জন্য প্রস্তুত দপ্তরের কর্মী, আধিকারিকরা।

জানা যাচ্ছে, করুণাময়ী থেকে ২০ টি রুটে বিশেষ বাস চলবে। কলকাতা ছাড়াও শহরতলির একাধিক জায়গা যেমন – বারাকপুর, বারাসত, বালি হল্ট, বারুইপুর, গড়িয়া, কামালগাজি, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি পর্যন্ত মিলবে বাস পরিষেবা। বইমেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত ৮টায় শেষ বাসগুলি ছাড়বে গন্তব্যের উদ্দেশে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নিজে এ বিষয়ে বিভিন্ন বাস সংস্থার সঙ্গে কথা বলে সমন্বয়ের বার্তা দিয়েছেন। সূত্রের খবর, বাড়তি আয়ের লক্ষ্যে বইমেলার কটা দিন বাসমালিকরাও অতিরিক্ত পরিষেবা দিতে রাজি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *