সিবিআইয়ের সঙ্গে নাম জড়িয়ে মিথ্যা দাবি! অভয়ার বাবাকে আইনি নোটিস কুণালের

সিবিআইয়ের সঙ্গে নাম জড়িয়ে মিথ্যা দাবি! অভয়ার বাবাকে আইনি নোটিস কুণালের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


স্টাফ রিপোর্টার: আরজিকরের নির্যাতিতা ডাক্তারের বাবার সাম্প্রতিক চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আইনি নোটিস পাঠালেন কুণাল ঘোষ। গত ৯ আগস্ট বিজেপির নেতৃত্বাধীন নবান্ন অভিযানের মিছিল থেকে তিনি রাজ‌্য সরকার ও সিবিআইকে জড়িয়ে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার পালটা কুণালের এই নোটিস। অভয়ার বাবার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক।

গত শনিবার নবান্ন অভিযানের মিছিল ‘চূড়ান্ত ফ্লপ’ হওয়ার পর সংবাদমাধ‌্যমকে অভয়ার বাবা বলেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ‌্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” এমনই আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী মঙ্গলবার আইনি নোটিস পাঠিয়েছেন অভয়ার বাবাকে। এক প্রশ্নের উত্তরে অয়ন জানিয়েছেন, “চিঠি পাওয়ার চারদিনের মধ্যে উনি যদি সাংবাদিক বৈঠক করে ক্ষমা না চান, তা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

বিষয়টি নিয়ে এদিন সন্ধ‌্যায় সোশ‌্যাল মিডিয়ায় স্বয়ং কুণাল অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়ে আইনজীবীর নোটিস পাঠানোর কথা জানিয়েছেন। কুণাল লিখেছেন, “ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন, তার প্রমাণ দিতে হবে।”

উল্লেখ‌্য, ৯ আগস্ট মিছিলের দিন অভয়ার মাকে বিজেপির ‘ন্যাড়া নাড়ু’ ধাক্কা দিয়েছে বলে একটি ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কুণাল। তার পর সেই ভিডিও অভয়ার বাবা নিজেই হোয়াটসঅ‌্যাপে মেসেজ করে কুণালের কাছে চেয়ে পাঠান। বিষয়টি নিয়ে অভয়ার বাবা সংবাদমাধ‌্যমে বিভ্রান্তিকর মন্তব‌্য করলে সেই মেসেজ ফাঁস করে দেন কুণাল। তার রেশ কাটতে না কাটতেই সিবিআইয়ের সঙ্গে আপস রফার অভিযোগের জেরে ক্ষমা চাইতে বলে আইনি নোটিস পাঠালেন কুণাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *