সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মসের ব্যানারে প্রথম ছবিতেই নজর কেড়েছেন। দর্শক তাঁকে চেনেন এখন অহন পাণ্ডে নামেই। কিন্তু এই নামে পরিচিত হলেও অভিনেতা অহনের আরও একটি নাম রয়েছে। অহন একা নন তাঁর বোন আলান্যারও আরও একটি নাম রয়েছে বলেই জানিয়েছেন তিনি সম্প্রতি এক সংবাদমাধ্যমে।
অহন, অলোক চিক্কি পাণ্ডের ছেলে ও চাঙ্কি পাণ্ডের ভাইপো। চাঙ্কি ও চিক্কি দু’জনেই তাঁদের ডাকনামেই পরিচিত হয়েছিলেন ইণ্ডাস্ট্রিতে। অহন বলিউডে পা রাখার পর তাঁর নাম শুনে সকলেরই মনে হয়েছিল যে এটিই তাঁর আসল নাম। এই নিয়ে সম্প্রতি অহন সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই নিয়ে বলেন, “আমার আসল নাম যশ। আমার এই নাম ও প্রথম ছবির প্রযোজনা সংস্থার নাম মিলেমিশে গিয়েছে। শুধু তাই নয়, যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করা এক স্বপ্নপূরণ একথাও জানান নবাগত অভিনেতা। একইসঙ্গে অহন জানান, তাঁর বোন আলান্যার আসল নাম চাঁদনি। শুধু তাই নয় যশরাজ ফিল্মসের ব্যানারে প্রথম কাজ করার পর অহন বলেন, “এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা আমার কাছে এক স্বপ্নপূরণ। এই স্বপ্নপূরণ হয়েছে আমার ঠাকুমার জন্যও কিছুটা। কারণ, আমার আসল নাম যশ আর তার সঙ্গে আমার ঠাকুমা ডাকতেন আদর করে আমাকে রাজ। এখান থেকেই সবটা মিলেমিশে হয়েছিল যশরাজ। আর তাই এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা আমার কাছে বিরাট প্রাপ্তি।”
প্রসঙ্গত , মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে দর্শকদের। ছবিতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন। অন্যদিকে অনীতের অভিনয়ও মন জিতেছে।