সহকর্মীর হাতে হাত, অযোধ্যা পাহাড়ের পথে গান গেয়ে ভাইরাল পুলিশ আধিকারিক

সহকর্মীর হাতে হাত, অযোধ্যা পাহাড়ের পথে গান গেয়ে ভাইরাল পুলিশ আধিকারিক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সুমিত বিশ্বাস, পুরুলিয়া: গাড়ি থামিয়ে, বন্দুক সরিয়ে সহকর্মীর হাতে হাত। তারপরই অযোধ্যা পাহাড়ের রাস্তায় গায়কের ভূমিকায় জনৈক পুলিশ আধিকারিক। খাঁকি পোশাকেই ভাইরাল পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পালের গান। তিনি গেয়ে উঠলেন— “ভারত আমার ভারতবর্ষ/ স্বদেশ আমার স্বপ্ন গো/ তোমাতে আমরা লভিয়া জনম/ ধন্য হয়েছি ধন্য গো।”

অযোধ্যা পাহাড়ে জেলা পুলিশের অনুষ্ঠান শেষে শনিবার বিকালে হিলটপ থেকে মুরগুমা দিয়ে নামার সময় সহকর্মীদের সঙ্গে নিয়েই গান ধরেন শিবনাথ পুলিশ—“ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা/ তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা…।” তাঁর গাওয়া দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক গান এখন ঘুরছে মোবাইলে মোবাইলে। এই গানের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন আইসি নিজেই। এরপরেই যা ভাইরাল হয়। দেশের বেশ কয়েকটি রাজ্যে বাংলাভাষীদের আক্রমণের আবহে মাতৃভূমি নিয়ে পুলিশ আধিকারিকের গাওয়া গানের ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র।

তবে এই প্রথম নয়। ২০১৯ সালে ‘আমি বাংলায় গান গাই’ গেয়ে ভাইরাল হয়েছিলেন আইসি শিবনাথ পাল। এছাড়া সমাজমাধ্যমে ‘ট্রেনের দেওয়ালে একটি নষ্ট মেয়ের ফোন নাম্বার’ এই শিরোনামে গল্প লিখে পরিচিত হয়ে উঠেছিলেন এই পুলিশ আধিকারিক। সেই গল্পকে ভিত্তি করে ‘মন্দ মেয়ে’ নামে স্বল্পদৈর্ঘ্যের একটি ছবিও তৈরি হয়েছিল। যেখানে অভিনয় করেছিলেন মমতাশঙ্করের মতো অভিনেত্রী। সেই পুলিশ আধিকারিকই আবার ভাইরাল!

কলেজ জীবন থেকেই গান, আবৃত্তি, লেখালেখি, আঁকা, হস্তশিল্পর সঙ্গে প্রেম শিবনাথ পালের। চাকরি জীবনেও সেই প্রেমে বিচ্ছেদ হয়নি। তারই প্রতিফলন ডিউটির ফাঁকে খাঁকি পোশাকেই কণ্ঠসঙ্গীতের বাহার। গত ফেব্রুয়ারি মাসে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে দেশের মধ্যে প্রথম নাইট ম্যারাথনের ‘থিম সঙ’-এর স্রষ্টাও এই পুলিশ আধিকারিক। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা আইসি শিবনাথ পাল যেমন শহরের অপরাধ দমনে সিদ্ধহস্ত, তেমনই ডিউটির ফাঁকে সাংস্কৃতিক চর্চাতেও পারঙ্গম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *