‘সম্পর্ক আইসক্রিমের মতো, যে ফ্লেভার আসুক উপভোগ করুন’, তামান্নার মন ভেঙে নতুন প্রেমে বিজয়?

‘সম্পর্ক আইসক্রিমের মতো, যে ফ্লেভার আসুক উপভোগ করুন’, তামান্নার মন ভেঙে নতুন প্রেমে বিজয়?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল, চলতি বছরেই তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন বিজয় ভার্মা। তবে সেই সম্পর্কের সমীকরণ বর্তমানে বদলেছে। তারকাযুগল এখন শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান বজায় রেখে দূরত্ব টেনেছেন। বিজয়-তামান্নার সম্পর্ক ভাঙার গুঞ্জনে যখন তোলপাড় বলিউড থেকে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি, তখন সেই আবহেই প্রেমের সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজয় ভার্মা।

বিয়ের পিঁড়িতে বসার আগে সম্পর্ক ভাঙার উদাহরণ সিনেইন্ডাস্ট্রিতে নতুন নয়! এর আগে একাধিক সেলেবরা সাতপাক ঘোরার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই তালিকাতেই সম্ভবত নবতম সংযোজন তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা (Tamannaah Bhatia, Vijay Varma)। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। চলতি বছরেই ছাঁদনাতলায় বসার কথা ছিল তারকাজুটির। কিন্তু তার আগেই সম্পর্কে যতিচিহ্ন! প্রেম ভাঙার নেপথ্যে কারণ নিয়ে যখন সন্দিহান নেটপাড়া, তখনই সম্পর্কের নতুন সমীকরণের সংজ্ঞা দিলেন বিজয় ভার্মা।

সম্প্রতি সংবাদসংস্থা আইএনএস-এর মুখোমুখি হয়ে অভিনেতা জানান, “আপনারা সম্পর্কের কথা বলছেন, তাই তো! আমার মনে হয় কেউ যদি সম্পর্কটাকে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে সে ভালো থাকবেন। তার অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করুন। দৌড়ে যান।” এদিকে বিজয় ভার্মার এহেন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিনোদুনিয়া সরগরম। একাংশের অনুমান, তিনি হয়তো নতুন প্রেমে পড়েছেন। আবার নেটপাড়ার একাংশের কটাক্ষ, তামান্না ভাটিয়ার মতো মেয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিজয় ভুল করেছেন!

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তামান্না চেয়েছিলেন সাত তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি গররাজি ছিলেন বিজয় ভার্মা। হবু কনে নাকি এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন সাতপাক ঘোরার জন্য, তাতেই চাপে পড়ে যান বিজয়। সূত্রের খবর, তামান্না বর্তমানে মধ্য ত্রিশ। আর তাই চটজলদি প্রেমিককে বিয়ে করে ঘোরতর সংসারি হতে চেয়েছিলেন অভিনেত্রী। একপ্রকার বিয়ের জন্য অধৈর্যই হয়ে উঠেছিলেন নায়িকা। আর তার জেরেই নাকি সম্পর্কে জটিলতার সূত্রপাত। শুরু হয় মান-অভিমান। তুঙ্গে ওঠে বাক-বিতণ্ডা। এরপরই মধ্যস্থতা করে বিচ্ছেদের পথে হাঁটেন তারকাজুটি। যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই! তবে সম্প্রতি রবিনা ট্যান্ডনকন্যা রাশা থাড়ানির হোলি পার্টিতে দুজনে যোগ দিলেও আগের মতো একে-অপরের হাত ধরে বেরোননি। সেখান থেকেই বিচ্ছেদের জল্পনায় সিলমোহর বসে।

কয়েক সপ্তাহ আগেই নাকি বিজয়-তামান্না বিচ্ছেদ ঘটেছে। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এখন থেকে নাকি তাঁরা শুধুই ভালো ‘বন্ধু’। যদিও মাসখানেক আগেও তাঁদের বিয়ে নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, “তাঁরা যৌথভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এতে তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *