সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাষষ্ঠীর সকাল। আর প্রতিবারের মতো এবারও বোধনের প্রাতেই ঘোষণা হল জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫’, সহ নিবেদনে শ্রীলেদার্স-এর সেরা ১২টি পুজোর নাম। কলকাতার প্রায় ৪০০টিরও বেশি পুজো অংশ নিয়েছিল এবারের প্রতিযোগিতায়। যার মধ্যে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে ১২টি পুজো। উত্তর থেকে শুরু করে মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি নামজাদা পুজো (Durga Puja 2025) রয়েছে এবারের তালিকায়। সেরা প্রতিমা, সেরা আইডিয়া এবং অবশ্যই শহরের সেরা পাঁচটি পুজো বেছে নেওয়া হবে এই ১২টি পুজোর মধ্যে থেকেই। বিচারকদের সেই সিদ্ধান্ত জানা যাবে মহাসপ্তমীর সকালে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পুজো এবার সেরা বারোর তালিকায় স্থান পেল।
সমাজসেবী সংঘ
থিম: পথের পাঁচালি
শিল্পী: প্রদীপ দাস
সুরুচি সংঘ
থিম: আহুতি
শিল্পী: অনির্বাণ দাস
টালা বারোয়ারি
থিম:মধুসদন
শিল্পী:প্রশান্ত পাল
টালা প্রত্যয়
থিম: বীজ অঙ্গন
শিল্পী:ভবতোষ সুতার
দমদম তরুণ দল
থিম:ছাপ
শিল্পী:পূর্ণেন্দু দে
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি
থিম:প্রবাহী
শিল্পী:দেবাশিস বারুই
ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন
থিম: প্রত্নকথা
শিল্পী: রাজু সরকার
বেলেঘাটা ৩৩ পল্লি
থিম: তিন তিন শর্ত তিন
শিল্পী:শিবশংকর দাস
বড়িশা ক্লাব
থিম: শূন্য পৃথিবী
শিল্পী: মানস দাস
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক
থিম: দেবদর্শন
শিল্পী: দীপ দাস ও ঈশিকা চন্দ্র
পূর্বাচল শক্তি সংঘ
থিম:মাঠখোদাই কাঠখোদাই
শিল্পী:পার্থ দাশগুপ্ত
কেন্দুয়া শান্তি সংঘ
থিম: নিগূঢ়
শিল্পী:সুশান্ত শিবাণী পাল
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন