সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতায় সেরা কারা?

সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতায় সেরা কারা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


স্টাফ রিপোর্টার: সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতায় কাদের মাথায় উঠল সেরার শিরোপা? কারা হাঁকল ছক্কা? বসন্ত পঞ্চমীর সঙ্গেই অপেক্ষার হল অবসান। শেষদানে কিস্তিমাত করে এবার জেআইএস নিবেদিত ‘সরস্বতীর সেরা স্কুল’ পাওয়ার্ড বাই অ‌্যাডামাস ইউনিভার্সিটি প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে নিয়েছে বিডিএম ইন্টারন‌্যাশনাল। তারা জিতে নিচ্ছে নগদ ২৫ হাজার টাকা।

 

প্রথম স্থান দখল করে নিয়েছে বিডিএম ইন্টারন্যাশনাল। ছবি: শুভাশিস রায়

 

যুগ্ম দ্বিতীয় আদিত‌্য অ‌্যাকাডেমি সেকেন্ডারি স্কুল ও গঙ্গাপুরী শিক্ষাসদন ফর গার্লস। তাদের পুরস্কার মূল‌্য ২০ হাজার টাকা।

যুগ্ম দ্বিতীয় আদিত্য অ্যাকাডেমি সেকেন্ডারি স্কুল। ছবি: অমিত মৌলিক
গঙ্গাপুরী শিক্ষাসদন ফর গার্লস। ছবি: কৌশিক দত্ত

 

তৃতীয় স্থানে গভঃ স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল (বয়েজ) টাকী হাউস। পুরস্কার মূল‌্য ১০ হাজার টাকা। নান্দনিকতা, পুজোর আঙ্গিক, স্কুলের পরিবেশ ও ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণের নিরিখে ‘সরস্বতীর সেরা স্কুল’ বিভাগের বিজয়ী স্কুলগুলিকে বেছে নিয়েছেন আমাদের সেলিব্রেটি বিচারকরা।

 

তৃতীয় স্থানে গভঃ স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল (বয়েজ) টাকী হাউস। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়

`সম্মান জিতেছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ও পঞ্চসায়র শিক্ষানিকেতন। এরাও পাবে ১০ হাজার টাকা করে। দুর্দান্ত আইডিয়া, অভিনবত্বে সবাইকে চমকে দেওয়ার জন্য দেওয়া হল ‘ঝিনুকে মুক্তো’ সম্মান। এই ক‌্যাটেগরির যুগ্ম বিজয়ী খলিসাকোটা আদর্শ বিদ‌্যালয় ফর গার্লস ও বড়িশা শশীভূষণ জনকল‌্যাণ বিদ‌্যাপীঠ। এদের পুরস্কার মূল‌্যও ১০ হাজার টাকা।

 

`সম্মান জিতেছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়
পঞ্চসায়র শিক্ষানিকেতন। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়

 

এবছর প্রায় ৮০টি স্কুল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। ২ ও ৩ ফেব্রুয়ারি স্কুলে স্কুলে গিয়ে বাগদেবীর বন্দনা ঘিরে ছাত্রছাত্রীদের আগ্রহ, উদ্দীপনায় শামিল হন বিচারকরা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, দমদম, সল্টলেকের বিভিন্ন স্কুলে টইটই করে ঘুরেছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত, অভিনেত্রী অমৃতা চট্টোপাধ‌্যায়, শ্রেয়া ভট্টাচার্য, তানিকা বসু, শতাক্ষী নন্দী, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, শিল্পী শান্তনু দে-র মতো তারকা বিচারকরা।

সংস্কৃত কলেজিয়েট স্কুলে বিচারকরা।

 

দুর্গাপুজোর মতো এখন সরস্বতী পুজোতেও স্কুলপ্রাঙ্গণগুলি সেজে উঠেছে নানা থিমে। শিক্ষক-ছাত্রছাত্রীদের মস্তিষ্কপ্রসূত নানা আইডিয়া, তাদের নিরলস পরিশ্রমে প্রাণ পেয়েছে অপূর্ব সব শৈল্পিক চেতনা। কোথাও থিমে প্লাস্টিক বর্জ্যের বদলে গ্রিন এনার্জি ব‌্যবহারের বার্তা, কোনও স্কুল যেন এক টুকরো কলেজ স্ট্রিট, কোথাও ফুটে উঠেছে আধুনিক যন্ত্রের ব‌্যবহারে পক্ষীদের বিপন্ন জীবনের কথা। ছোট ছোট ছেলেমেয়েরা প্রথম দলবদ্ধ হয়ে কাজ করার সুযোগ পায় সরস্বতী পুজোর প্রস্তুতিতে। অংশগ্রহণকারী সমস্ত স্কুলের এই টিম ওয়ার্ককে কুর্নিশ জানিয়ে, অজস্রবার ভাবনাচিন্তা করে বিচারকরা বিজয়ী স্কুলগুলিকে বেছে নিয়েছে। জেতা-হারা নিয়ে মেতে ওঠা সকল পড়ুয়াদের আন্তরিক অভিনন্দন। তাদের উদ্বুব্ধ করা শিক্ষক-শিক্ষিকাদের প্রণাম।

সরস্বতী পুজোকে ঘিরে প্রতিযোগিতা ও পুরস্কার পর্বের এখানেই শেষ নয় কিন্তু। হাতের লেখা প্রতিযোগিতা ‘সুলেখার জন‌্যই সুলেখা’,‘শর্ট ভিডিও কনটেস্ট’-এ অংশগ্রহণকারীদের হাতে এখনও তিনদিন সময় আছে। ৬ ফেব্রুয়ারির মধ্যে পাঠিয়ে দাও তোমাদের সুন্দর হাতের লেখার নমুনা ও ভিডিও। শীঘ্রই ঘোষণা হবে খুদে সাংবাদিক, হাতের লেখা ও শর্ট ভিডিও কনটেস্ট বিজয়ীদেরও নামও।

সরস্বতীর সেরা স্কুল প্রতিযোগিতার প্রধান সহযোগী ছিল আরিশ বায়ো ন‌্যাচারাল, রুবি জেনারেল হসপিটাল, রুবি পার্ক পাবলিক স্কুল। অন‌্যান‌্য সহযোগী রেশম শিল্পী, সুরক্ষা ক্লিনিক অ‌্যান্ড ডায়াগনস্টিকস, আই ক‌্যান ফ্লাই টি কাফি, রাজকন, কুশল পল্লী, সুলেখা ফাউন্টেন পেন অ‌্যান্ড ইংক, মিষ্টান্ন, স্পাইসেস অ‌্যান্ড সসেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *