লর্ডস টেস্টের আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট গাভাসকর-কুম্বলে, জয় শাহের দ্বারস্থ অশ্বিন!

লর্ডস টেস্টের আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট গাভাসকর-কুম্বলে, জয় শাহের দ্বারস্থ অশ্বিন!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টে এবার বিতর্কে আম্পায়ারিং। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও অস্ট্রেলিয়ার পল রেইফেল ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট পরিচালনা করছেন। তবে মূল আক্রমণটা রেইফেলের দিকেই। সেই আক্রমণে শামিল অনিল কুম্বলে থেকে রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রাক্তন স্পিনার তো আইসিসি’র দ্বারস্থ হলেন। যার চেয়ারম্যান জয় শাহ। অন্যদিকে সুনীলও গাভাসকর প্রশ্ন তুলছেন ডিআরএস টেকনোলজি নিয়ে।

আসলে ভারতের বোলিংয়ের সময় একাধিকবার রিভিউয়ের দ্বারস্থ হন ভারত অধিনায়ক শুভমান গিল। যেহেতু মাঠের আম্পায়ার ইংরেজ ব্যাটারদের নট আউট দিচ্ছিলেন, তাই ‘আম্পায়ারস কলে’ বেঁচে যাচ্ছিলেন তাঁরা। আবার ভারতের ব্যাটিংয়ের সময় উলটো সুবিধা পায় ইংল্যান্ড। সেটা হয় কেএল রাহুলের ক্ষেত্রে।

যা নিয়ে গাভাসকর বলছেন, “আশ্চর্যজনকভাবে ওই বলটা খুব একটা লাফায়নি। কিন্তু যখন ভারতীয় বোলাররা বল করছিল, তখন প্রায় সব রিভিউতেই বল স্টাম্পের উপর দিয়ে চলে যাচ্ছিল। টেকনোলজি নিয়ে আমি প্রশ্ন তুলছি।” অনিল কুম্বলে আবার সরাসরি আঙুল তুলছেন রেইফেলের দিকে। ভারতের বোলিংয়ের সময় তাঁর বক্তব্য, “পল রেইফেল ঠিকই করে রেখেছেন আউট দেবেন না। যতই কাছে আসুক না কেন, সব নট আউট।”

আবার রবিচন্দ্রন অশ্বিন বলছেন, “যখনই ভারত বল করে, তখন উনি মনে করেন নট আউট। যেই ভারত ব্যাট করতে আসে, তখন উনি সব আউট দেন। এটা শুধু ভারতের সঙ্গে হয় না, সব দলের বিরুদ্ধেই। আইসিসির উচিত বিষয়টা দেখা।” আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তিনি অশ্বিনের অভিযোগ শুনছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *