সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগা বলে লাগাতার খোঁটা। রাগে যুবককে খুনের অভিযোগ তাঁর বন্ধুদের বিরুদ্ধে। হত্যার পর দেহ একটি স্কুলের শৌচাগারে লুকিয়ে রাখারও অভিযোগ উঠেছে। ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি হরিয়ানার গুরুগ্রামের। মৃত যুবকের নাম কর্ণ। বয়স ২০ বছর। হরিয়ানার একটি স্কুলের শৌচাগার থেকে যুবকের ক্ষতবিক্ষত পচাগলা দেহ উদ্ধার হয়। স্কুলের এক শিক্ষক প্রথমে দেহটি দেখতে পান। খবর দেন পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে তারা দেখতে পায় দিন কয়েক আগে স্কুলের ভিতরে ঢুকছেন দুই যুবক। সেখানে কর্ণের সঙ্গে দেখা হয়। সেই সময় কর্ণ ফের তাঁদের দুজনকে রোগা বলে কটাক্ষ করেন। বচসা হাতাহাতিতে গড়ায়। সেই সময়ই একজন কর্ণকে পাথর দিয়ে আঘাত করে ও অন্যজন কাঁচি দিয়ে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় কর্ণের। তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের নাম আকাশ ও শিব। ধৃতের জেরা করে ঘটনায় বাকি তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।