রাতের আঁধারে শুটআউট দক্ষিণ দিনাজপুরে, ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই দুষ্কৃতীদের

রাতের আঁধারে শুটআউট দক্ষিণ দিনাজপুরে, ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই দুষ্কৃতীদের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বাবুল হক, মালদহ: দিনভর বিকিকিনির পর রাতে বাড়ি ফেরার পথে চরম বিপদ। রাতের আঁধারে ব্যবসায়ীকে লক্ষ্য করে শুটআউট দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে আপাতত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। তাঁর শারীরিক অবস্থা কিছুটা সংকটজনক বলে জানা যাচ্ছে। গলা, কাঁধে গুলি লেগেছে। অস্ত্রোপচার করা হবে বলে সূত্রের খবর। কে বা কারা এমন ঘটনা ঘটাল, তার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম মনোজিৎ সরকার। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। ব্যবসায়িক সূত্রে প্রায় রোজ মালদহের গাজোলে যাতায়াত রয়েছে তাঁর। কাঁচা সবজির ব্যবসা করেন মনোজিৎ। প্রতিদিনের মতো সোমবারও এসেছিলেন গাজোলে। দিনভর বেচাকেনার পর সমস্ত পাওনা আদায় করে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। ছোট চারচাকার গাড়ি নিজেই চালাচ্ছিলেন। হরিরামপুর থানা এলাকার মেহেদিপাড়া থেকে ফেরার পথেই ঘটে বিপত্তি। সময় তখন রাত প্রায় ৯টা। দুটি বাইক চড়ে চারজন দুষ্কৃতী তাঁকে ফলো করছিল। কর্তিপাড়া মোড়ের কাছে আসতেই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে মনোজিৎ মণ্ডলকে লক্ষ্য করে। একটি গুলি চোয়াল ছুঁয়ে বেরিয়ে গেলেও গলায়, কাঁধে, পিঠে গুলি লাগে। গাড়ির ভিতরে তিনি লুটিয়ে পড়েন। এরপরই দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় বলে জানা যাচ্ছে।

রাতেই অকুস্থল থেকে উদ্ধার করে ব্যবসায়ী মনোজিৎ মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। পরিস্থিতির ক্রমশ অবনতি হলে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর ডান কানের নিচে, গলায়, ডান কাঁধের নিচে পিঠে মোট দুটি গুলি লেগেছে। অবস্থা কিছুটা গুরুতর। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ দিনাজপুরের ওই ব্যবসায়ী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে জানানো হয়েছে, ব্যবসায়ীকে লক্ষ্য করে মোট পাঁচ রাউন্ড গুলি চলেছে। কে বা কারা হামলা চালাল? নিছকই ছিনতাইয়ের উদ্দেশে নাকি অন্য কোনও কারণে, তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *