সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৫ এপ্রিল রুবি জেনারেল হাসপাতাল উদযাপন করল তাদের ৩০তম প্রতিষ্ঠা দিবস। পূর্ব ভারতের প্রথম এনআরআই হাসপাতাল হিসেবে এই হাসপাতালের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. কমল কে দত্ত জানিয়েছেন, “২০২৫ সালের মধ্যে ৫০০ শয্যাযুক্ত মাল্টিস্পেশালিস্ট হাসপাতাল এবং ক্যানসার সেন্টার তৈরি হবে। বর্তমানে আমাদের ৩৫৬টি শয্যা রয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য, গত দশ বছর ধরে রুবি ক্যান্সার সেন্টার পুর্ব ভারতের মানুষকে বিশেষ পরিষেবা প্রদান করে আসছে। হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন ও ভ্যারিয়াম ট্রুবিম উদ্বোধন করা হয়েছে। এই অত্যাধুনিক ব্যবস্থা তাদের চিকিৎসা পরিষেবাকে আরও সমৃদ্ধ করে তুলবে।
আমেরিকার ‘নিউজ উইক’ ম্যাগাজিনে ভারতের সেরা ৫০টি হাসপাতালের মধ্যে রুবি জেনারেল হাসপাতাল অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছে। এই হাসপাতালের প্রাথমিক লক্ষ্য ছিল কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা। সম্প্রতি হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকীতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন জেলায় ৩০টি আউটরিচ ক্যানসার স্পেশালিটি ক্লিনিক খোলার পরিকল্পনা নিয়েছেন তারা। প্রথম ক্লিনিকটি চালু হবে বর্ধমানে।
এই ক্লিনিকের প্রধান উদ্দেশ্য ক্যানসারের প্রাথমিক সনাক্তকরণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। ইতিমধ্যেই রুবি ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে ক্যাম্প ও সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেকোনও প্রতিষ্ঠানের জন্যই ৩০তম জন্মবার্ষিকী একটা মাইলফলক। রুবি জেনারেল হাসপাতাল ও রুবি ক্যনসার সেন্টার তাদের গুরত্বপূর্ণ পরিকল্পনাগুলি এই বিশেষ দিনে ঘোষণা করল। সমগ্র পূর্ব ভারতের মানুষের কাছে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ।