রাজপথে গড়গড়িয়ে ছুটল খাট! অবাক মানুষের ভিড়ে যানজটে মুর্শিদাবাদে, ব্যাপারটা কী?

রাজপথে গড়গড়িয়ে ছুটল খাট! অবাক মানুষের ভিড়ে যানজটে মুর্শিদাবাদে, ব্যাপারটা কী?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অতুলচন্দ্র নাগ, ডোমকল: রাস্তা দিয়ে খাট চলছে গড়গড়িয়ে। যার সামনের দু’পাশে রয়েছে দুটো ব্যাক মিরর, রয়েছে স্টিয়ারিং, ব্রেক, চাকা। কিন্তু খাটের উপরে খুঁজলে তাদের দেখতে পাওয়া মুশকিল। রয়েছে লুকিয়ে। যার সুবাদে গড়গড়িয়ে চলছে খাট-গাড়ি! যা দেখতে ভিড় জমিয়েছেন কৌতূহলীরা।

এমনিতেই রাস্তাজুড়ে মোটরবাইক-সহ অন্যান্য অন্যান্য গাড়ির ভিড়। তার মধ্যেই রাস্তায় বিছানা পাতা সুসজ্জিত আস্ত একটা কাঠের তৈরি খাট গড়িয়ে যাচ্ছে দেখে পথচলতি মানুষের কৌতূহল তুঙ্গে উঠেছিল। তারা এই আজব জিনিস,আগে কখনও দেখেননি! কীভাবে চলছে খাট? কীসের চাকা? এমন হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাঁদের মনে। কিন্তু জবাব কে দেবেন? যে উত্তর দেবেন তিনি তো খাট চালাতেই ব্যস্ত! তাই দেখেই কিছুটা বুঝে নেওয়া।

মুর্শিদাবাদের রানিনগর বাজার থেকে ডোমকল পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় বারবার যাতায়াত করছিল খাট-গাড়ি। ফলে তৈরি হচ্ছিল যানজট। বাধ্য হয়ে রানিনগরের পুলিশ চলমান খাটের মালিককে ডেকে নির্দেশ দেয়, “ইদের জন্য রাস্তায় এমনিতেই ভিড়। তার মধ্যে এই আজব খাট বের করায় রাস্তায় আরও ভিড় হচ্ছে। আপনি খাট নিয়ে বাড়ি যান।” কিন্তু খাটের মালিক ডোমকলের শম্ভুনগরের নবাব শেখ তো চান ভাইরাল হতে। আর তাই গত দেড় বছরের চেষ্টায় ওই চলমান খাট তৈরি করেছেন! নবাব ছাপোষা চারচাকা গাড়ির চালক। একটি বেসরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের গাড়িও চালান তিনি। নবাব শেখ জানান, “বিদ্যালয়ের গাড়ি চালাতে চালাতেই মাথায় ভাবনা আসে। পড়াশোনা তো তেমন হল না। কিন্তু এমন একটা জিনিস তৈরি করব যার ভিত্তিতে মানুষ আমাকে চিনতে পারেন।” যেমন ভাবনা, তেমন কাজ।

জানা গিয়েছে, দেড় বছরের প্রচেষ্টায় প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে চলমান খাট তৈরি করেছেন নবাব। এর জন্য তাকে জোগার করতে হয়েছে ছোট চারচাকা গাড়ির কাঠামো। কিছু যন্ত্রপাতি ও ইঞ্জিন। তার সঙ্গে সুসজ্জিত খাট সেট করে রাস্তায় চালিয়ে যাচ্ছেন। নবাব শেখ জানান, “মানুষকে অবাক করে আমার তৈরি জিনিস ভাইরাল হবে। এই লক্ষ্যে ওই খাট-গাড়ি তৈরি করা।”

জানা গিয়েছে, সামাজিক মাধ্যমে নবাব শেখের নামে একটি পেজ আছে। যেটিকে ভাইরাল করে জনপ্রিয় করাই তার লক্ষ্য। নবাবের জেঠতুতো দাদা ডোমকল পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রতিনিধি ইলিয়াস কাঞ্চন জানান, “ছোটবেলা থেকেই নতুন কিছু করার প্রবণতা নবাবের। সেই লক্ষ্যে ওই খাটের গাড়ি তৈরি করেছে। শুনলাম ইতিমধ্যেই ডোমকল মহকুমা এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছে। ওর প্রচেষ্টা সফল হোক এটাই কামনা করি আমি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *