রনজিতে ‘সহজ’ প্রতিপক্ষ, অতীত ভুলে এবার নতুন লক্ষ্য টিম বাংলার

রনজিতে ‘সহজ’ প্রতিপক্ষ, অতীত ভুলে এবার নতুন লক্ষ্য টিম বাংলার

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


স্টাফ রিপোর্টার: ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করেছে ভারতীয় বোর্ড। দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। তারপর ইরানি ট্রফি।রনজি ট্রফি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। গতবারের মতো এবারও রনজি হবে দুটো পর্যায়ে। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২২ জানুয়ারি থেকে। কোন গ্রুপে কোন দল রয়েছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে বোর্ড।

রনজির নকআউট পর্ব শুরু ৬ ফেব্রুয়ারি। এবার রনজিতে তুলনায় সহজ গ্রুপে পড়েছে বাংলা। গতবার গ্রুপ পর্বে টিম খুব একটা খারাপ পারফর্ম করেনি। কিন্তু বৃষ্টি ভুগিয়েছিল। বিহার ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। কেরল ম্যাচেও এক ইনিংস পুরো শেষ হয়নি। বঙ্গ ক্রিকেটমহলের একাংশের ধারণা বিহার ম্যাচ ভেস্তে না গেলে বাংলা নকআউটে চলে যেত। তবে অতীত ভুলে এবার নতুন লক্ষ্য টিম বাংলার।

এবার রনজিতে গ্রুপ সি-তে রয়েছে বাংলা। গ্রুপের বাকি টিমগুলো হল-গুজরাট, হরিয়ানা, সার্ভিসেস, রেলওয়েজ, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং অসম। বরং বিজয় হাজারে আর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বাংলার গ্রুপ কঠিন। টি-টোয়েন্টিতে গ্রুপ সি’তে বাংলার সঙ্গে রয়েছে বরোদা, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, সার্ভিসেস ও পুদুচেরি। বিজয় হাজারেতে বাংলা রয়েছে গ্রুপ বি-তে। সেই গ্রুপের বাকি টিমগুলো হল-বিদর্ভ, বরোদা, হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, অসম, চণ্ডীগড় ও জম্মু কাশ্মীর।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি শুরু হবে ২৬ নভেম্বর। গ্রুপের শেষ ম্যাচ ৮ ডিসেম্বর। তার চার দিন পর অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে শুরু হবে নকআউটের ম্যাচ। ফাইনাল ১৮ ডিসেম্বর। বিজয় হাজারে ট্রফি শুরু ২৪ ডিসেম্বর। ফাইনাল হবে ১৮ জানুয়ারি। দলীপ এবং মহিলাদের চ্যালেঞ্জার্স ট্রফি হবে জোনাল ফরম্যাটে। এরজন্য গঠন হবে ছ’টি আঞ্চলিক দল। সেই দল বাছার দায়িত্বে থাকবেন জোনাল নির্বাচক কমিটির সদস্যরা। তাছাড়াও ইরানি কাপ চলবে ১-৫ অক্টোবর পর্যন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *