সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর রণং দেহি মেজাজে ভারতীয় সেনা। এবার যুদ্ধের রিহার্সাল সেরে ফেলল পাঞ্জাবের ফিরোজপুর সেনাঘাঁটির জওয়ানরা। এদিন শত্রুপক্ষকে ফাঁকি দিতে আধ ঘণ্টা ‘ব্ল্যাকআউট’ করল সেনাবাহিনী।
রবিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা ‘ব্ল্যাকআউট’ পর্যন্ত করা হয় ফিরোজপুর সেনাঘাঁটিতে। নিভিয়ে দেওয়া সমস্ত আলো। এমনকী ইনভার্টার, জেনারেটরের আলোও জ্বালা ছিল না। গভীর অন্ধকার ছিল গোটা এলাকায়। এদিন বিষয়টি নিশ্চিত করেন ফিরোজপুরের ডেপুটি কমিশনার। ব্ল্যাকআউটের আগেভাগে বাসিন্দাদের মাইকিং করে জানানো হয় বিষয়টি। সকলেই যাতে সময় মতো আলো নিভিয়ে দেন, সেই বার্তা দেওয়া হয়েছিল। সেই মতোই রিহার্সাল হয়।
প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাতেরবেলা আত্মরক্ষার অন্যতম পদ্ধতি ছিল এই ‘ব্ল্যাকআউট’। একটি আস্ত শহরকে অন্ধকার করে রাখা হত। এর ফলে শত্রপক্ষের বিমানহানা অনেকটাই কম হত। অন্ধকারে আকাশ থেকে লক্ষ্য ঠিক করা কঠিন। পহেলগাঁও হামলার পর যুদ্ধের প্রস্তুতি হিসাবে ব্ল্যাকআউটের মহরা দিয়ে রাখল ভারতীয় সেনা।
এদিকে এই আবহে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বার্তা দিন, ‘যারা দেশের বিরুদ্ধে চোখ তুলে তাকিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়ার দায়িত্ব আমার।’ দেশবাসীর হৃদয়ে জ্বলতে থাকা প্রত্যাঘাতের আগুন আরও উসকে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা, ‘দেশ যা চাইছে সেটাই হবে।’