সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় সেনা একাধিক ভিডিও প্রকাশ করে ‘যুদ্ধে’র জন্য প্রস্তুত বলে একপ্রকার হুশিয়ারি দিয়েছে। এরই মধ্যে রবিবার সন্ধ্য়ায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রীকে সামরিক বাহিনীর প্রস্তুতি সম্পর্কে আবগত করেছেন সিডিএস।
পহেলগাঁওয়ে পর্যটকদের নৃশংস হত্যালীলার পরে ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীকে হাই এলার্টয়ে রাখা হয়েছে। তিন বাহিনীর তরফে যুদ্ধের মহড়াও করা হয়েছে। যুদ্ধ প্রস্তুতির বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে তিন বাহিনী।
#WATCH | Delhi | Chief of Defence Employees (CDS) Basic Anil Chauhan leaves from the residence of Raksha Mantri Rajnath Singh. pic.twitter.com/mDEh6WhSC5
— ANI (@ANI) April 27, 2025
২০১৯ সালে পুলওয়ামা হামলার পর গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হওয়া এই সন্ত্রাসবাদী হামলা ছিল ভারতের মাটিতে সরচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা। এই হামলার পর সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পড়শি দেশ পাকিস্তানের বিরুদ্ধে একদিকে যেমন একাধিক কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত সরকার। ঠিক তেমনই যদি কোনওভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তার জন্য প্রস্তুতিও শুরু করেছে। এই আবহে সর্বদল বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ-সহ একাধিক বৈঠকের কথা সামনে এসেছে। এরই মধ্যে রবিবার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সিডিএস-এর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে ভারতের তরফে একাধিক পদক্ষেপের পর পাকিস্তানও পালটা সিদ্ধান্তের কথা জানিয়েছে। সিমলা চুক্তি বাতিল-সহ ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের কথা ঘোষণা করেছে তারা। দ্বিপাক্ষিক সমস্ত বাণিজ্য বাতিল করার কথা বলা হয়েছে। যদিও তার পরে ঘুর পথে ৮৫ হাজার কোটির ভারতীয় পণ্য সেদেশে আমদানি করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এতেই পাক সরকারের অবস্থান নিয়ে বরাবরের মতো প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন