সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে বাঙালি, সেখানেই দুর্গাপুজো। তা সে দিল্লি হোক বা মায়নগরী। দেশের বাণিজ্যিক রাজধানীতেও ফি বছর ধুমধাম করে দুর্গাপুজো হয়। আয়োজনে থাকেন তারকারাও। মুম্বইয়ে মুখার্জিদের বাড়ির পুজো বেশ জনপ্রিয়। যা কিনা জনসাধারণের কাছে রানি-কাজলদের বাড়ির পুজো বলেই পরিচিত। সেখানেই সপ্তমী উপলক্ষে হাজির হয়েছিলেন জয়া বচ্চন। ‘পর্দার বউমা’ কাজলের সঙ্গে খোশআড্ডায় দিতেও দেখা গেল তাঁকে। আর দুই বঙ্গকন্যা যেখানে, সেখানে শাড়ি-সাজপোশাক নিয়ে কথা হবে, তা বলাই বাহুল্য! জয়া-কাজলের ক্ষেত্রেও তার অন্য হল না!
সোমবার বিকেল নাগাদ নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপুজো ওরফে মুখার্জিদের পুজোয় একাই উপস্থিত ছিলেন জয়া বচ্চন। মণ্ডপে ঢুকেই কাজলকে দেখে হাসিমুখে জাপটে ধরলেন। শুধু তাই নয়, আদর করে তানিশা, শর্বরী মুখার্জিদের সঙ্গেও কুশল মঙ্গল বিনিময় করতে দেখা গেল প্রবীণ অভিনেত্রীকে। সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। যা দেখে নেটপাড়াও ‘কভি খুশি কভি গম’ নস্ট্যাজিয়ায় ভেসে গেলেন। তবে জয়া-কাজলের কথোপকথনে পুজোর আমেজ যেন আরও বেশি করে ফুটে উঠল। জয়া বচ্চনকে দেখেই কাজলের হুঁশিয়ারি, “যাচ্ছি তোমার আলমারিতে রেড করতে…।” আসলে প্রবীণ অভিনেত্রীর শাড়ি দেখে মুগ্ধ কাজল। আইভরি রঙের শাড়িতে সোনালি জরির কাজ করা। আর সেই শাড়ি দেখেই ‘জয়া আন্টি’র আলমারিতে ‘রেড’ করার হুঁশিয়ারি দিলেন কাজল। সপ্তমীতে মামাবাড়ির পুজোয় হাজির ছিলেন কাজেলর দুই সন্তান নাইসা এবং যুগও।
View this put up on Instagram
অন্যান্যবার জয়া অষ্টমীর অঞ্জলি দিতে হাজির হন মুখার্জিদের পুজোয়। একসময়ে বচ্চনরা সপরিবারে তাঁদের দুর্গোৎসবে হাজির হতেন। সেখানে একফ্রেমে জয়া-অমিতাভ থেকে শ্বেতা-অভিষেক কিংবা ঐশ্বর্যকেও দেখা যেত। তবে এখন সপরিবারে বচ্চন টিমকে একফ্রেমে দেখতে পাওয়া প্রায় অমাবস্যার চাঁদের মতোই হয়ে দাঁড়িয়েছে। গুঞ্জন, পরিবারে ফাটল! তবে কারণ যাই হোক, বছরের এই চারটে দিন ক্লেশ, দুঃখকষ্ট ভুলে মাতৃআরাধনায় মাতেন বাঙালিরা। আর মুম্বইতে থাকলেও মনেপ্রাণে আজও দাপুটে বঙ্গকন্যা জয়া বচ্চন। তাঁর ‘ঠোঁটকাটা’ ব্যক্তিত্বের কথা কারও অজানা নয়! এদিনও সেই ভয়েই সিঁটিয়ে ছিলেন ফটোশিকারিরা। তবে এদিন জয়া হাসিমুখেই ক্যামেরায় দিয়েছেন। হাজার হোক, বাঙালি তো, তাই শারোদৎসবে শামিল হতে এবার সপ্তমীর দিনই মুখার্জিদের পুজোয় একাই হাজির হয়েছেন ‘ধন্যি মেয়ে’ জয়া বচ্চন। সেখানেই ‘মুখার্জি সিস্টার্স’-এর সঙ্গে তাঁর কথোপকথন ভাইরাল।