মেয়রকে পেয়ে অভিযোগ নাগরিকদের, দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দিলেন ফিরহাদ

মেয়রকে পেয়ে অভিযোগ নাগরিকদের, দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দিলেন ফিরহাদ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


স্টাফ রিপোর্টার: পুজোর আগে রাস্তা দেখতে বেরিয়ে নাগরিকদের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মেরামতের নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার বিকেলে প্রথম ধাপে সংযুক্ত এলাকার বেহালা, যাদবপুর, হরিদেবপুর, আনন্দপুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজের মতো এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুর কমিশনার ধবল জৈন-সহ বিভিন্ন বিভাগের শীর্ষকর্তারা।

পুজোর আগে দ্রুত রাস্তা সংস্কারের জন‌্য পেভার ব্লক দিয়ে গর্ত বুজিয়ে পরে কংক্রিট করা হয়। ফলে টানা বৃষ্টি হলেও রাস্তা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। পথেই মেয়র বলেছেন, ‘‘নাগরিকদের জন‌্য কলকাতা। তাই তাঁদের কথা শুনতেই পুজোর আগে কলকাতায় বেরিয়েছি। এখন বেশি বৃষ্টি হলেও সমস‌্যা নেই। কারণ নিকাশি ব‌্যবস্থা উন্নত হয়েছে। বেশিক্ষণ জল জমবে না। পুজোর আগে কলকাতার রাস্তা যথেষ্ট ভালো করেছে পুরসভা।”

এদিনে বিকেলে পুরসভা থেকে বেরিয়ে মেয়র ফিরহাদ হাকিম সংযুক্ত এলাকার ১৬ নম্বর বরোর অন্তর্গত বেহালা, জেমস লং সরণি, শখের বাজার, মতিলাল গুপ্ত রোড, হরিদেবপুর, মহাত্মা গান্ধী রোড পরিদর্শন করেন। পরে মেয়র বলেন, সংযুক্ত এলাকার ১৩৫টি রাস্তা দেখেছি। কেইআইপি ও রোডস রাস্তা মেরামত করেছে। ঠাকুরপুকুরের একটি অংশ ছাড়া বাকি সব ঠিক আছে।

দ্বিতীয় দফায় ইএম বাইপাস থেকে সরকারি কনভয় ছেড়ে মেয়র নামেন রাজপথে। বেশ কিছুক্ষণ হেঁটে রাস্তা পর্যবেক্ষণ করেন। পরে পুরসভার গাড়িতে করে আধিকারিকদের নিয়ে ইএম বাইপাস, বিল্ডিং মোড় থেকে সিআইটি মোড়, হেমচন্দ্র নস্কর রোড, ফুলবাগান মোড়, সিআইটি রোড, হাডকো মোড়, উল্টোডাঙা মেন রোড, খান্না মোড় হয়ে এপিসি রোড ধরে মেয়র, পুর কমিশনার ও পুর কর্তারা চলে আসেন শ‌্যামবাজার পাঁচমাথার মোড়। এলাকার মানুষের সঙ্গে কথা বলে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

উত্তর কলকাতা থেকে সেন্ট্রাল অ‌্যাভিনিউ ধরে লেনিন সরণি, পার্ক সার্কাস, গড়িয়াহাট রোড, গোলপার্ক, সাদার্ন অ‌্যাভিনিউ হয়ে ডায়মন্ড ধরে হাজরা মোড়ে মেয়র তাঁর রাস্তা পরিদর্শন সম্পূর্ণ করেন। মেয়রের কথায়, সারাবছরই কলকাতার রাস্তা ভালো থাকে। পুজোর আগে অতিরিক্ত নজরদারি হয়েছে। পুজোর সময় পথে নেমে কোনও সমস‌্যায় পড়বেন না। তবুও সবসময় সতর্ক থাকছে পুরসভা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *