মায়ের সঙ্গে বাসন কিনতে যাওয়াই কাল, দোকানকর্মীর লালসার শিকার ৭ বছরের নাবালিকা!

মায়ের সঙ্গে বাসন কিনতে যাওয়াই কাল, দোকানকর্মীর লালসার শিকার ৭ বছরের নাবালিকা!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


অর্ণব দাস, বারাসত: মায়ের সঙ্গে বাসন কিনতে গিয়ে যৌন লালসার শিকার সাত বছরের নাবালিকা। নক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার অধীনস্থ মসলন্দপুর ফাঁড়ি লাগোয়া এলাকায়। অভিযুক্ত দোকানের কর্মী বিপুলকান্তি মহাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাসিন্দা ওই নাবালিকা। মায়ের সঙ্গে পুলিশ ফাঁড়ি লাগোয়া একটি বাসনের দোকানে গিয়েছিল সে। অভিযোগ, জিনিস কেনার সময় মূর্তি দেখানোর নাম করে দোকানের এক কর্মী নাবালিকাকে দোতলায় নিয়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও নাবালিকা ফেরেনি। সন্দেহ হয় মহিলার। তিনি নিজে এরপর দোকানের দোতলার হাজির হন। সেখানে গিয়ে দেখেন মেয়ে কাঁদছে। এরপর চেপে ধরতেই নির্যাতিতা জানায়, তার সঙ্গে অশালীন আচরণ করেছে দোকানের কর্মী বিপুলকান্তি মহাজন।

সঙ্গে সঙ্গে নির্যাতিতার মা ও পরিবারের সদস্যরা থানার দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ামাত্রই গুণধরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় প্রবল আতঙ্কে নাবালিকা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *