‘মাথায় নারকেল তেল আর লম্বা দুটো বিনুনি’ নিয়ে নস্ট্যালজিক স্বস্তিকা, শোনালেন কোন গল্প?

‘মাথায় নারকেল তেল আর লম্বা দুটো বিনুনি’ নিয়ে নস্ট্যালজিক স্বস্তিকা, শোনালেন কোন গল্প?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় আমাদের মা-মাসিরা রোজ কেশচর্চায় নারকেল তেল লাগানো পরামর্শ দিতেন। শুধু তাই নয়, চুলে তেল দিয়ে ফিতে এঁটে কলা বিনুনি, বেড়া বিনুনি, হাত খোপা বাঁধাই রেওয়াজ ছিল। তাতে নাকি চুলে স্বাস্থ্য ও জেল্লা দুই ভালো হয়। কিন্তু সেসব এখন বিস্মৃত বলা চলে। হালের আধুনিকারা চুলে তেল দেওয়ার তেমন পক্ষপাতী নয়। তবে রূপ বিশেষজ্ঞরা শ্যাম্পু করার আগে চুলে তেল দেওয়ার পরামর্শ দেন। সেক্ষেত্রেও আবার চমক রয়েছে। নারকেল তেলের বদলে অনেকেই ইদানীং জেসমিন তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, বাদাম তেল, জবা ফুলের তেল-সহ নানা ধরনের তেল ব্যবহার করতে বলেন। এছাড়াও রয়েছে হেয়ার মাসাজ, হেয়ার স্পা-র মতো কেশচর্চার একাধিক উপায়। কিন্তু এত কিছুর মধ্যেও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় চান, মা-মাসিদের দেখানো পথ অনুসরণ করতে চান।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

সম্প্রতি নিজের সোশাল মিডিয়া পেজে মেয়ের ছবি দিয়ে একটি লম্বা পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই তিনি চুলের স্বাস্থ্য রক্ষায় নারকেল তেল ব্যবহারের উপকারিতার কথা বলেছেন। নিজের মেয়ের প্রসঙ্গ টেনে অভিনেত্রী লিখেছেন, ‘মানি যখন পুট্টাপার্থীতে হোস্টেলে পড়ত, সপ্তাহে দুদিন ওদের oil put day ছিল। ফোনে বলত – মা আজকে আমার oil put হয়েছে। আর ওয়ার্ডেন আন্টি বলেছেন জ্যাসমিন অয়েল না দিতে কারন we’ll get lice তাই শুধু কোকোনাট অয়েল। মানিকে যখন দেখতে যেতাম, দুটো লম্বা সুন্দর বিনুনি ঝুলিয়ে আসত, মাথায় নারকেল তেল দিয়ে পরিপাটি করে বাঁধা।’

একই সঙ্গে নিজের ছেলেবেলায় বিনুনি বাঁধার স্মৃতিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ‘আমিও ছোটবেলায় এবং বড় বেলায় যতদিন লম্বা চুল ছিল, মাথায় তেল লাগিয়ে সর্বত্র গেছি। মা-মাসিরা তো সারাজীবন চুলে তেল দিয়ে অফিস, সংসার, বাজার, বেড়াতে যাওযা সবই করল।আজকাল সবাই পার্লারে গিয়ে অয়েল ম্যাসাজ নিয়েই শ্যাম্পু করে ফেলে। বাড়িতে তেল মাখার পাট চুকে গেছে।’

সম্প্রতি বিশেষ একটি কাজে পন্ডিচেরি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন ,’সেদিন পন্ডিচেরিতে কাজ শেষে একটা আয়ুর্বেদিক জায়গায় গিয়ে খুব করে তেল মাখলাম। হলুদও মাখলাম। দোকানের মেয়েটি আমায় বারবার বলল – ম্যাম শ্যাম্পু করে নেবেন? ভাবলাম, না করব না। মাথায় তেল থাকুক। এরকম করেই প্লেন ধরে ফিরব। তাতে আমার স্টাইল স্টেটমেন্ট কতটা নষ্ট হয় দেখি। পরের দিন হোটেল থেকে বেরোনোর সময় স্নান করে রেডি হচ্ছি, মানির সেই অয়েল পুট -এর কথা মনে পরে গেল। আসলে এসবে কিছুই হয়না। তেল, শ‍্যাম্পু, মেকাপ, ব্র‍্যানডেড জামাকাপড় – আড়ম্বর মাত্র। দিব্যি লোক সমাজে ঘুরে বেড়িয়ে, অটোর লাইনে দাঁড়িয়ে মাথায় এক গাড়ি তেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এলাম।’ একইসঙ্গে অনুরাগীদের পরামর্শ দিয়ে লিখেছেন,’তেল মাথায় থাকলে যে দারুণ খোপাটা হয় সেটা বিশ্বের সবচেয়ে দামি জেল দিয়ে হয় না। এবার থেকে যখন ইচ্ছে হবে OIL PUT and DO খোপা OR বিনুনি।’

 

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *