সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই শেষ রশিদ খানদের! লাহোরের বৃষ্টি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় ঘণ্টা বাজিয়ে দিল আফগানদের। বৃষ্টির জেরে ভেস্তে গেল আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ। ভেস্তে যাওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে শেষ চারে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। আফগানদের সেমিফাইনালে যেতে এবার তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে।
জিতলেই সেমিফাইনাল। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এই ছিল আফগানিস্তানের অঙ্ক। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও বিষয়টি একইরকম। সেদিক থেকে দেখতে গেলে এটা ছিল ভারচুয়াল কোয়ার্টার ফাইনাল। সেই মরণ-বাঁচন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানরা। প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান তোলে। শুরুটা ভালো না হলেও সেদিকুল্লা অটলের অনবদ্য ৮৫ এবং শেষদিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত ৬৭ রানের ইনিংস লড়াকু স্কোরে পৌঁছে দেয় আফগানদের।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা করেছিল ঝড়ের গতিতে। অবশ্য তাতে আফগানিস্তানের খারাপ ফিল্ডিংও দায়ী। আজমতুল্লাহ শাহিদির দল দুই অজি ওপেনারেরই সহজ ক্যাচ ছাড়ে। তারপর ম্যাথু শর্ট ২০ রানে আউট হয়ে গেলেও ট্রাভিস হেড অনবদ্য অর্ধশতরান করেন। মাত্র ১২ ওভার ৫ বলে অস্ট্রেলিয়া তুলে ফেলে এক উইকেটে ১০৯ রান। ঠিক তখনই মাঠে বৃষ্টি নামে। মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টি। তাতেই ভেস্তে যায় ম্যাচ। এই নিয়ে চলতি টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে এভাবে বাতিল হল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পাকিস্তানের পরিকাঠামো নিয়ে। মাত্র এক ঘণ্টার বৃষ্টি। তারপর দীর্ঘ সময় পেয়েও কেন মাঠ প্রস্তুত করা গেল না? ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচ বাতিল হওয়ার দু’দলই এক পয়েন্ট করে পেল। ফলে ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে নিশ্চিত হয়ে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে এই ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় ৩ ম্যাচে আফগানিস্তানের সংগ্রহ ৩ পয়েন্ট। তারা রয়েছে তৃতীয় স্থানে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের নেট রান রেট আফগানদের চেয়ে অনেকটাই ভালো। তবে শেষ ম্যাচে যদি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে বিরাট ব্যবধানে হারাতে পারে, তাহলেই সেমিতে যেতে পারবে আফগানিস্তান। যদিও এই মুহূর্তে সেই সম্ভাবনা নগণ্য।