মাও-দমন অভিযানের মাঝেই ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৭১ মাওবাদীর, ৩০ জনের মাথার দাম ৬৪ লক্ষ

মাও-দমন অভিযানের মাঝেই ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৭১ মাওবাদীর, ৩০ জনের মাথার দাম ৬৪ লক্ষ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সন্ত্রাস’ দমনে বড়সড় সাফল্য। বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলায় অস্ত্রসস্ত্র সমেত আত্মসমর্পণ করল ৭১ জন মাওবাদী নেতা। ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে ফের মাওবাদীদের আত্মসমর্পণকে পুলিশ এবং নিরাপত্তরক্ষীদের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন অভিযান চলকালীন সিআরপিএফ জওয়ানদের সামনে ওই ৭১ জন মাওবাদী অস্ত্রসস্ত্র সমেত আত্মসমর্পণ করে। তারা জানায়, ‘নৃশংস’ এবং ‘আমানবিক’ মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ৩০ জনের সম্মিলিতভাবে মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। শুধু তাই নয়, তাদের মধ্যে রয়েছে দুই নাবালিকা এবং এক নাবালকও। 

প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *