সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত কি ভেস্তে যাবে মরশুমের প্রথম ডার্বি? সেরকমটাই আশঙ্কা করছেন ফুটবলপ্রেমীরা। কলকাতা লিগের আয়োজক আইএফএর তরফে জানানো হয়েছিল, কল্যাণী স্টেডিয়ামে খেলতে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। কিন্তু এহেন হাইভোল্টেজ ম্যাচ কল্যাণীতে করার অনুমতি দিচ্ছে না পুলিশ।
আগামী শনিবার, ১৯ জুলাই কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই প্রধানের। কিন্তু সেই ম্যাচের মাত্র দিনতিনেক আগে আইএফএ’কে চিঠি দিয়ে পুলিশ জানায়, এই ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়। বেশ কয়েকটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। প্রথমত, স্টেডিয়ামে ফেন্সিং নেই। ফলে সমর্থকদের বিরাট ভিড়ের মধ্যে নিরাপত্তা দেওয়া আদৌ সম্ভব নয়। উল্লেখ্য, কল্যাণীর ছোট স্টেডিয়ামে সমর্থকদের নিরাপত্তার জন্য দু’দলের গ্যালারির মাঠে বড় করে ফেন্সিং তোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এছাড়াও পুলিশের তরফে বলা হয়েছে, পর্যাপ্ত পার্কিং নেই কল্যাণীতে। ডার্বির মতো ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামটি উপযুক্ত নয়।
ফলে প্রশ্ন উঠছে, শনিবারের ডার্বি আদৌ হবে তো? খেলার তিনদিন আগে পর্যন্ত স্পষ্ট নয় কোন মাঠে খেলতে নামবে দুই দল। বুধবার পুলিশের চিঠি পাওয়ার পর আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেন। কিন্তু সেখানেও ডার্বি জট কাটেনি। আদৌ নির্দিষ্ট দিনে ডার্বি হবে কিনা, প্রশ্ন ঘুরছে ফুটবলপ্রেমীদের মনে। উল্লেখ্য, মঙ্গলবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকের পর কল্যাণীতে ডার্বি আয়োজন নিয়ে কার্যত বিরক্তিই প্রকাশ করেছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। টাকা বাঁচানোর কথা ভেবে আইএফএ যুবভারতীতে ডার্বি করছে না, এমনটাই শোনা যায় তাঁর মুখে।