‘ভারতে না’, অ্যাপেলের পর এবার স্যামসাংয়ে ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

‘ভারতে না’, অ্যাপেলের পর এবার স্যামসাংয়ে ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু অ্যাপেল নয়, ভারতে পণ্য উৎপাদন করলে এবার স্যামসাংয়ের উপরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্য কোনও দেশে পণ্য উৎপাদন করে তা আমেরিকায় বিক্রি করলে সেই পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “এটা শুধুমাত্র অ্যাপেলের জন্য নয়, স্যামসাং-সহ যে সংস্থাই অন্য দেশে পণ্য উৎপাদন করবে তাদের উপর বসানো হবে এই শুল্ক।”

এদিন সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ-এ এই বিষয়ে বার্তাও দেন ট্রাম্প। বলেন, “আমি অ্যাপেলের সিইও টিম কুককে আগেই জানিয়েছিলাম আমেরিকাতে যে আইফোন বিক্রি হয় তা এখানেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোনও দেশের উৎপাদন হলে আমরা ওই পণ্য ২৫ শতাংশ শুল্ক চাপাব।” ট্রাম্পের এই ঘোষণার পর অ্যাপেলের শেয়ারে পতন লক্ষ্য করা যায়। ২.৬ শতাংশ পড়ে যায় অ্যাপেলের শেয়ার। যার জেরে ৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয় অ্যাপেলের।

উল্লেখ্য, অ্যাপেলের সবচেয়ে বেশি ফোন উৎপাদিত হয় চিনে। সম্প্রতি জানা গিয়েছিল, চিন থেকে তা সরিয়ে ভারতে স্থাপন করতে চান কুক। ভারতের বিরাট বাজার ও চাহিদার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তাতেই নাখুশ মার্কিন প্রেসিডেন্ট। তিনি চান অ্যাপেল এই পণ্য আমেরিকাতে তৈরি করুক। তবে এক্ষেত্রে স্যামসাং-এর পরিস্থিতি কিছুটা ভিন্ন। ২০১৯ সালে চিনে শেষবার এই সংস্থার ফোন প্রস্তুত হয়েছিল। বর্তমানে স্যামসাং প্রস্তুত হয় ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ব্রাজিলে। চিনের সঙ্গে এই সংস্থার কোনও সম্পর্ক না থাকলেও ট্রাম্পের দাবি, আমেরিকাতেই তৈরি করতে হবে ফোন।

তবে শুধু মোবাইল সংস্থা নয়, মার্কিন প্রেসিডেন্ট এবার হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকেও। আমেরিকায় আসা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। এর প্রতিক্রিয়ায় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফকভিক জানিয়েছেন, তাঁরা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন সম্মানের ভিত্তিতে, হুমকির ভিত্তিতে নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *