ভাঙড়ের পর সাঁইথিয়া! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন তৃণমূল অঞ্চল সভাপতি

ভাঙড়ের পর সাঁইথিয়া! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন তৃণমূল অঞ্চল সভাপতি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দেব গোস্বামী, বোলপুর: ভাঙড়ের পর সাঁইথিয়া। ফের খুন তৃণমূল অঞ্চল সভাপতি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়। ঘটনায় দুই মহিলা-সহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

মৃত তৃণমূল নেতার নাম পীযূষ ঘোষ(৪২)। শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামের বাসিন্দা। তিনি একাধারে সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের পাশাপাশি শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ঢোকেন পীযূষ।

তারপর রাত এগারোটা নাগাদ ওই তৃণমূল নেতাকে কেউ বা কারা ফোন করে কোমরপুর গ্রামের মোড়ে ডাকে। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে খুন করা হয়েছে। খুব কাছ থেকে পীযূষকে গুলি করা হয়েছে বলে দাবি পরিবারের। বিষয়টি জানাজানি হতেই তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা-সহ আত্মীয় পরিজনরা দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সাঁইথিয়া থানা ও আমোদপুর ফাঁড়ির পুলিশকে। এখন পীযূষ ঘোষ দেহ রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানেই লাভপুর ও সাঁইথিয়া এলাকার তৃণমূল নেতারা রয়েছেন।

TMC leader murdered in Sainthia

কী কারণে খুন? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে পরিবারের দাবি, পীযূষ দলের দায়িত্বে ছিলেন। অঞ্চল সভাপতি হয়েছেন। তাঁকে সেই জায়গা থেকে সরাতে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে। তবে নির্দিষ্ট কারও নামে অভিযোগ জানাননি। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তে সাঁইথিয়া থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *