বেঙ্গালুরুর বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত দুই শিশু-সহ ৫

বেঙ্গালুরুর বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত দুই শিশু-সহ ৫

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশু-সহ ৫ জনের। শনিবার ভোরে মর্মান্তিক এই ঘটনা ঘটে বেঙ্গালুরুর নাগরপেট এলাকার স্টিল মার্কেট সংলগ্ন এক বহুতলে। দুর্ঘটনায় এতগুলি প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কীভাবে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, মৃতদের চারজনই একই পরিবারের সদস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বহুতলে একাধিক পরিবারের বাস। শুক্রবার ভোরে কোনওভাবে আগুন লাগে সেখানে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন জানালা থেকে ঝাঁপ দিয়ে পান বাঁচান। তবে শেষরাতের এই অগ্নিকাণ্ড ঘুমিয়ে থাকার জন্য অনেকেই টের পাননি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের ১৮টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে পরে যানা যায় বাড়ির ভেতর ৫ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন রাজস্থানের ঝালোরের বাসিন্দা ব্যবসায়ী মদন সিং রাজপুরোহিত, তাঁর স্ত্রী ও দুই সন্তান। এনারা গত ১৫ বছর ধরে এই বহুতলের চতুর্থ তলার বাসিন্দা। সেখানেই তাঁর স্ত্রী ও সন্তানদের দেহ উদ্ধার হয়। নিচের তলার গুদামঘর থেকে উদ্ধার হয় মদনের দেহ। এছাড়া সুরেশ কুমার নামে আর এক যুবকের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডের জেরে। জানা যাচ্ছে, কোনওভাবে এই গুদামঘর থেকেই আগুন ছড়ায়। যদিও কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *