‘বেঁচে আছি বলে বলে গলা শুকিয়ে গেল’, মৃত্যুর ভুয়ো খবরে বিরক্ত রাজা মুরাদ, এবার পুলিশের দ্বারস্থ

‘বেঁচে আছি বলে বলে গলা শুকিয়ে গেল’, মৃত্যুর ভুয়ো খবরে বিরক্ত রাজা মুরাদ, এবার পুলিশের দ্বারস্থ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় মৃত্যুর ভুয়ো খবর। তা ভাইরাল হওয়ার পর থেকে বিরক্ত রাজা মুরাদ। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ বর্ষীয়ান অভিনেতা। জানা গিয়েছে, দিনকয়েক আগে একজন সোশাল মিডিয়ায় অভিনেতার ছবি শেয়ার করে মৃত্যু সংবাদ দেন। ওই ছবিটিতে জন্মদিনটি সঠিক হলেও, ভুয়ো মৃত্যুদিন লেখা হয়। ছবি শেয়ার করে শ্রদ্ধাও জানান তিনি। আর তারপর তা নিমেষে ভাইরাল হয়ে যায়। অনেকে ওই সোশাল মিডিয়ায় পোস্টটিকে শেয়ার করেন। কেউ কেউ আবার কমেন্টে শ্রদ্ধা জানান। আর তারপর থেকে নিজেকে জীবিত প্রমাণ করতে যেন ক্লান্ত অভিনেতা।

রাজা মুরাদ বলেন, “ভুয়ো খবর সর্বত্র রটে গিয়েছে। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি ফোনের পর ফোন, মেসেজ পাচ্ছি। আমি জীবিত জানাতে জানাতে আমার গলা, জিভ, ঠোঁট শুকিয়ে গেল। ওই ভুয়ো পোস্টও আমাকে পাঠাচ্ছেন অনেকে। ভুয়ো খবর যাতে না রটে, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা প্রয়োজন।” এই ধরনের ঘটনাকে লজ্জাজনক বলেও উল্লেখ করেন রাজা মুরাদ। তিনি আরও বলেন, “যে-ই এই কাজটি করুন না কেন, তাঁর মানসিকতা মোটেও ভালো নয়। আমার জীবিত থাকা কিংবা মৃত্যু হয়তো তাঁর জীবনে কোনও প্রভাবও ফেলবে না। তাহলে কেন এমন নিচ কাজ করে আনন্দ উপভোগের চেষ্টা করছেন?”

বিরক্ত হয়ে পুলিশকে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন অভিনেতা। তিনি মুম্বইয়ের আম্বোলি থানায় অভিযোগ জানান। তাঁর দাবি, “শুধু আমি নয়। এমন আরও অনেক জীবিত তারকার মৃত্যুসংবাদ রটে গিয়েছে। তারকাদের নিয়ে এই খবর প্রচার বন্ধ হওয়া প্রয়োজন। এটা ভুল। আর যিনি এই ভুল কাজ করেছেন, তাঁদের শাস্তি হওয়া প্রয়োজন।” সাতের দশক থেকে একের পর এক ছবিতে কাজ করেছেন রাজা মুরাদ। আড়াইশোরও বেশি ছবিতে কাজ করেছেন। শুধু বলিউডের গণ্ডিতে নিজেকে বেঁধে রাখেননি। ভোজপুরী ছবিতেও কাজ করেছেন। তাই স্বাভাবিকভাবে তাঁর মৃত্যুসংবাদে আঁতকে ওঠেন সকলেই। দ্বিতীয়বার যাতে অনুরাগীদের কাছে এমন ভুয়ো তথ্য না পৌঁছয়, তাই আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত অভিনেতার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *