বিনোদিনী থিয়েটারে হাউসফুল ‘রক্তবীজ ২’, মুক্তির আগেই ‘দর্শকের রায়ে’ আপ্লুত অঙ্কুশ

বিনোদিনী থিয়েটারে হাউসফুল ‘রক্তবীজ ২’, মুক্তির আগেই ‘দর্শকের রায়ে’ আপ্লুত অঙ্কুশ

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ, চব্বিশের পুজোর বক্স অফিসের খেলা ঘুরিয়ে এবার ছাব্বিশ সালের পুজো রিলিজের ভিড়েও ‘গেমচেঞ্জার’ ‘রক্তবীজ ২’! রিলিজের প্রাক্কালেই হাউসফুল শো উপহার দিল নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক থ্রিলার। অগ্রিম বুকিংয়ে ঝড় তোলার সুবাদে বর্তমানে ‘রক্তবীজ’ সিক্যুয়েলের হাউসফুল বোর্ড ঝুলছে বিনোদিনী থিয়েটারের বাইরে। মুক্তির আগে দর্শকের এহেন ‘রায়ে’ই আপ্লুত অঙ্কুশ।

কথা ছিল, আগামী ২৬ সেপ্টেম্বর, শুক্রবার চার-চারটি বাংলা সিনেমা রিলিজ করবে। তবে সম্প্রতি সেই হিসেবের উলট-পুরাণ হয়! ‘রঘু ডাকাত’-এর হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের দিন দেব জানিয়ে দেন, ছাব্বিশ নয়, পঁচিশ তারিখেই পর্দায় হুঙ্কার ছাড়বে ‘রঘু ডাকাত’। এর পর পরই উইন্ডোজ-এর তরফেও ওই একইদিনে ২৫ সেপ্টেম্বর ‘রক্তবীজ ২’ রিলিজের ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই ফি বছর পুজো রিলিজের বক্স অফিস নম্বরের দিকে ‘পাখির চোখ’ থাকে। এবারেও তার অন্যথা হবে না। অতঃপর একই দিনে দুই সিনেমা মুক্তি ঘিরে তোলপাড় টলিপাড়া। সেই কারণে প্রযোজক-পরিচালকদের সম্পর্কের সমীকরণও নাকি আচমকাই বদলে গিয়েছে!

Mimi Chakraborty, Abir Chatterjee's raktabeej 2 Song out, there's a Big twist

দিন কয়েক আগেই ‘রঘু ডাকাত’-এর অন্যতম প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের খোশমেজাজে আড্ডা দেওয়ার ছবি ভাইরাল হয়। যা দেখে অনেকেই ভেবেছিলেন, রেষারেষি ভুলে বাংলা সিনেইন্ডাস্ট্রি এবার একজোট! তবে এমন আবহেই কানাঘুষো গুঞ্জন শুরু হয়, দেবের মেগাবাজেট প্রচারের ধাক্কায় বাকি সিনেমাগুলি কোণঠাসা। আরেকটু খোলসা করে বলতে গেলে, এই লড়াইয়ে ‘দেবী চৌধুরাণী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতে’ই নেই, বরং পঁচিশের পুজো রিলিজে ‘রঘু ডাকাত’ বনাম ‘রক্তবীজ ২’? দুই ছবির অগ্রিম বুকিংই শুরু হয়ে গিয়েছে। আর সেই প্রেক্ষিতেই বিনোদিনী থিয়েটারে ঝড় তুলে দিয়েছে ‘রক্তবীজ ২’। খবর, ২৫ তারিখ মুক্তির আগেই সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহে হাউসফুল নন্দিতা-শিবপ্রসাদের পুজোর ছবি।

এপ্রসঙ্গে ‘রক্তবীজ ২’-এর খলনায়ক ‘মুনির’ অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “মানুষের মনে ‘রক্তবীজ ২’ নিয়ে এত উত্তেজনা, কৌতূহল দেখে খুবই ভালো লাগছে। এবং অগ্রীম বুকিং খুলে যাওয়ায় বেশকিছু মানুষ ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছে। খুবই আশাবাদী আমার। আরও যেটা ভালো লাগল সেটা হচ্ছে, বুক মাই শো খুলে দেখছিলাম, ষষ্ঠীর টিকিটও দর্শকরা এখন থেকেই কেটে ফেলছেন।”

Dev's Raghu Dakat's Joy Kali music video out, watch

রিলিজের আগে হাউসফুল বোর্ড দেখে কেমন অনুভূতি হল মালিকের? জয়দীপ মুখোপাধ্যায় বলছেন, “পঁচিশ তারিখ ‘রক্তবীজ ২’ এবং ‘রঘু ডাকাত’ দুটো ছবির শো-ই রেখেছি। আর ছাব্বিশ তারিখ চারটে বাংলা সিনেমারই শো রয়েছে। অগ্রিম বুকিংয়ে দুটো সিনেমাই ভালো পারফর্ম করছে। মুক্তির আগেই এমন হাউসফুল শো আমাদের মতো প্রেক্ষাগৃহ মালিকদের জন্য যেমন মঙ্গল, তোমনই বাংলা সিনেমার জন্যেও ভালো। আমার বিশ্বাস, ‘রক্তবীজ ২’ এবং ‘রঘু ডাকাত’, ২৫ তারিখ এই দুটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নির্মাতা চিন্তাভাবনা করেই নিয়েছেন। যেটা লক্ষনীয়- উভয়পক্ষের ফ্যানক্লাবের পক্ষ থেকেই টিকিটের তুমুল চাহিদা রয়েছে। এখন পুজোর আমেজে বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে হলে পাড়ি জমাবেই। তবে পুজোর পর কার, কীরকম পারফরম্যান্স থাকবে, সেটা দেখার অপেক্ষায় রয়েছি। তবে অগ্রিম বুকিংয়ে যেমন পূর্বাভাস পাচ্ছি, আসল লড়াই ‘রক্তবীজ ২’ এবং ‘রঘু ডাকাত’-এর মধ্যে।” তবে শুধু বিনোদিনী থিয়েটার (স্টার) নয়, সর্বত্রই ‘রঘু’র সঙ্গে ‘রক্তবীজ’-এর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার দৃশ্য!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *