দিশা ইসলাম, সল্টলেক: বাসস্ট্যান্ডের জায়গায় জায়গায় চাপচাপ রক্ত! হাড়হিম করা ঘটনা বিধাননগরের নিউটাউনের তথ্যপ্রযুক্তি তালুকে। এত রক্ত কোথা থেকে এল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি নিউটাউনের ইকো স্পেস তথ্যপ্রযুক্ত এলাকার গীতাঞ্জলি বাসস্ট্যান্ডের। আজ, সোমবার সকালে ওই বাসস্ট্যান্ড এলাকায় চাপচাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ও অফিসযাত্রীরা বাসস্ট্যান্ডে গিয়ে ওই রক্ত দেখে আতঙ্কিত হয়ে পড়েন। স্ট্যান্ডের একাধিক জায়গায় ছড়িয়ে থাকতে দেখা যায় ওই চাপচাপ রক্ত। কোথা থেকে এত রক্ত এল? তাহলে কি সেখানে কোনও দুষ্কর্ম করা হয়েছে? রাতের অন্ধকারে কাউকে খুন করা হয়েছে ওই বাসস্ট্যান্ডে? ওই এলাকাটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসেবেই পরিচিত। তাহলে চাকরিরত কারও সঙ্গে কোনও রক্তারক্তি ঘটনা ঘটেছে? এমন একাধিক প্রশ্ন উঠতে থাকে।
খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। জায়গাটি ঘিরে ফেলা হয়। সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর। ওই রক্ত মানুষের নাকি অন্য কোনও জীবজন্তুর? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার রাস্তার একাধিক সিসিটিভি আছে। সেইসব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর। যদিও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই এলাকার এক যুবক যক্ষ্মায় আক্রান্ত। সেই যুবক ওই বাসস্ট্যান্ডে রক্তবমি করতে পারেন। ওই যুবককে খোঁজ করে তথ্য জানার চেষ্টা চলছে বলে খবর।