অর্ণব দাস, বারাসত: বারাসাত জেলাশালকের দপ্তরের ট্রেজারি ডিপার্টমেন্ট অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একটি ইউনিট। এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। এই ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে জেলাশাসকের দপ্তরের নিরাপত্তাকর্মীরাই প্রথমে ট্রেজারির এক নম্বর ঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারাসত দমকলকে। খবর পেয়ে সেখানে আসে দমকলের একটি ইউনিট। দমকলকর্মীরা এসে লোহার দরজা কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তারপর শুরু হয় আগুন নেভানোর প্রক্রিয়া। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।