‘বাবা-মায়ের ছবি নিয়ে প্রচার পছন্দ করি না’, খিদিরপুরে পুজো উদ্বোধনে ‘উপহার’ নিয়ে কেন এমন বললেন মমতা?

‘বাবা-মায়ের ছবি নিয়ে প্রচার পছন্দ করি না’, খিদিরপুরে পুজো উদ্বোধনে ‘উপহার’ নিয়ে কেন এমন বললেন মমতা?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক এভাবে।” পুজো উদ্বোধনে বাবা-মায়ের ছবি উপহারে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ”আমি কোনওদিন বাবা মাকে নিয়ে কিছু করিনি।” এমনকি সেই ছবি নিজের অফিসে রাখার জায়গা নেই বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিংবা পুজো উদ্যোক্তাদের কাছে রেখে দেওয়ার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

মহালয়ার আগে থেকেই এবার পুজো উদ্বোধন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মহালয়ার দিনও শহর এবং জেলার একাধিক পুজোর উদ্বোধন করেছেন। আজ সোমবার প্রতিপদে খিদিরপুর ২৫ পল্লী থেকে পুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। সেখানেই উপহার হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা-মায়ের ছবি উপহার হিসাবে দেওয়া হয়। সেই ছবি দেখেই তিনি বলেন, ”এই ছবি কিন্তু এআই করেছে। এটা আমার মায়ের অরিজিনাল ছবি নয়।” যদিও পুজো উদ্যোক্তাদের কেউ মুখ্যমন্ত্রীকে জানান, ”ডিজিটাল আর্টে করা হয়েছে।” সঙ্গে সঙ্গে তিনি বলেন, ”ডিজিটাল আর্টে করা হলেও অরিজিনাল নয়।” এরপরেই স্পষ্ট জানান, ”তোমরা করেছ এটা যথেষ্ট। এসব আমি করি না।”

তাঁর অফিসে যাওয়া নেই জানিয়ে মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের বলেন, যারা পছন্দ করে, ভালোবাসেন কাউকে দিয়ে দিন। এমনকী অভিষেককে পাঠিয়ে দেওয়ার কথাও বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, ”আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক এভাবে। আমি বাবা-মা’কে নিয়ে কোনও দিন কিছু করিনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *