বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো? ভোগের থালায় এই খাবারগুলি রাখতে ভুলবেন না

বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো? ভোগের থালায় এই খাবারগুলি রাখতে ভুলবেন না

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমৃদ্ধি এবং সংসারের শ্রীবৃদ্ধির আশায় প্রায় বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। ধূপ, দীপ জ্বালিয়ে লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়। সঙ্গে গৃহিণীর নিজে হাতে রান্না করা ভোগ নিবেদন করা হয় দেবীকে। কিন্তু জানেন কী, কোন কোন ভোগে লক্ষ্মীদেবী সন্তুষ্ট হন। জেনে নিন ভোগের থালায় কোন কোন খাবার দেওয়া উচিত।

kojagari Laxmi Puja: Here are to do and not to do list on Laxmi Puja 2025

* দেবী লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করুন খই, মুড়কি। নারকেলের নাড়ু দেন প্রায় সকলেই। তবে অবশ্যই দেবীকে দিন খইয়ের নাড়ু। মুড়ির মোয়া, চিঁড়ের মোয়াও দিতে পারেন।

*  পুজোর আগের রাতে ছোলা, মুগ, রমাকলাই ভিজিয়ে রাখুন। ওই ভেজানো ছোল, মুগ, রমাকলাই দেবীকে দিতে পারেন। সঙ্গে অবশ্যই মুগডালের বড়া, পালো দিতে পারেন।

* প্রসাদ হিসাবে দেবীকে দিতে পারেন নানা ধরনের ফল। সঙ্গে মিষ্টি তো থাকবেই।

* এবার আসি ভোগের প্রসঙ্গে। দেবীকে নিজে হাতে রান্না করা খিচুড়ি ভোগ দিতে পারেন। বাসন্তী পোলাও রান্না করেও দেবীকে অর্পণ করেন অনেকেই।

Khatua Khichuri recipe

* খিচুড়ি কিংবা বাসন্তী পোলাও যা-ই দেন না কেন, সঙ্গে দিন পাঁচ কিংবা তিন রকমের ভাজা। তরকারি হিসাবে লাবড়া কিংবা আলুরদম দিতে পারেন। নিরামিষ পনিরের কোনও খাবারও ভোগ হিসাবে দেবীকে নিবেদন করতে পারেন।

Paneer

* ভোগের থালা সাজিয়ে চাটনি দিতে ভুলবেন না। তাতে ভোগের থালা অসম্পূর্ণ থাকে।

* আর অবশ্যই পায়েস দিতে হবে। যা অন্নভোগ হিসাবে মূলত গ্রাহ্য হয়। সঙ্গে দিতে পারেন খিলি করা পান।

Payes

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *