বড়পর্দায় আসছে ‘দেবী চৌধুরানি’, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে জন্মভিটে থেকেই প্রচার শুরু

বড়পর্দায় আসছে ‘দেবী চৌধুরানি’, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে জন্মভিটে থেকেই প্রচার শুরু

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: সাহিত্য থেকে সিনেমা নতুন কিছু নয়। সেসব অজস্র কাজের মাঝে কিছু কিছু হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ, অবিস্মরণীয়। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘দেবী চৌধুরানি’ আগেও বহুবার ছোট ও বড়পর্দায় এসেছে। তবু এই গল্প তো কখনও পুরনো হয় না। আজকের যুগেও তার ব্যাঞ্জনা অনন্য। সেসব কথা মাথায় রেখেই টলিউড পরিচালক শুভ্রজিৎ মিত্র ফের ‘দেবী চৌধুরানি’ নিয়ে সিনেমা তৈরি করেছেন। তা মুক্তির অপেক্ষায়। তাই আজ, ২৬ জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁরই জন্মভিটেতে শ্রদ্ধা জানিয়ে ছবির প্রচার শুরু করল টিম। এদিন নৈহাটির কাঁঠালপাড়ায় গেলেন ছবির মূল চরিত্রাভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, সঙ্গে পরিচালক শুভ্রজিৎ মিত্র।

আজ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭ তম জন্মবার্ষিকী। নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্রে পৌঁছয় টিম ‘দেবী চৌধুরানি’। সেখানে সাহিত্যিকের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপনের পর সাংবাদিক বৈঠক করেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক। ‘দেবী চৌধুরানি’ উপন্যাস অবলম্বনে প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনাদের নিয়ে এই সিনেমা তৈরি করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর তৈরি ছবিতে ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। উপন্যাসের দুই অন্যতম চরিত্র নিশি হয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় ও সাগরের চরিত্রে দর্শনা বণিক।

এহেন ঐতিহাসিক ছবি নিয়ে প্রসেনজিতের বক্তব্য, ”সিনেমাটি তৈরি হওয়ার পর প্রচার কবে থেকে শুরু করব, তা নিয়ে ভাবনাচিন্তা করেছিলাম আমরা। আমার মনে হয়েছিল, এই দিনটা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যেই তো শুধু নয়, বঙ্কিমবাবু তো গোটা দেশেরই সাহিত্য জগতে এক উজ্জ্বল নাম। আজকের দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমরা মানুষের কাছে সিনেমার প্রচার শুরু করলাম।”

পরিচালক শুভ্রজিতের কথায়, ”এটি বাংলার ইতিহাস নিয়ে তৈরি সিনেমা। ঐতিহাসিক চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে ছবিতে। আদ্যন্ত বাংলা পটভূমিতে এই সিনেমা আমাদের ইতিহাসকে মনে করিয়ে দেবে। আর আজ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭ তম জন্মদিনে আমরা তাঁর জন্মভিটেতে এসেছি। এটা খুব বড় একটা পাওনা। আজ থেকেই প্রচার শুরু করলাম। আশা করি, দর্শকদের ভালো লাগবে এই সিনেমা।” শুভ্রজিতের ছবি ‘দেবী চৌধুরানি’ বাংলা ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে এবছরই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *