সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্যা বাড়ল ফোন পে লিমিটেডের। নির্দেশিকা না মেনে ব্যবসা চালানোর অভিযোগে সংস্থাটিকে ২১ লক্ষ টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তবে ফোনপে-কে এধরনের জরিমানা এই প্রথম নয়। পাঁচ বছর আগেও সংস্থাটির উপর নেমে নেমে এসেছিল শাস্তির খাঁড়া।
শুক্রবার এই মর্মে একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। সেখানে জানানো হয়েছে, প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট (পিপিআই) সংক্রান্ত নির্দেশিকা না মেনে ফোনপে দিনের পর দিন ব্যবসা চালিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, সংস্থাটির এসক্রো অ্যাকাউন্টেও হিসাবের গড়মিল ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা রিজার্ভ ব্যাঙ্ককে জানানো হয়নি। এরপরই ফোনপে-র বিরুদ্ধে পদক্ষেপ করে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। তবে এই জরিমানার জেরে ডিজিটাল পেমেন্ট পরিষেবায় কি কোনও প্রভাব পড়তে চলেছে? সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা? না, রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপের ফলে এখনই চিন্তার কোনও কারণ নেই। নির্বিঘ্নেই পরিষেবা জারি থাকবে বলে জানা গিয়েছে।
এসক্রো অ্যাকাউন্টে কোনও সমস্যা থাকলে বা হিসাবে গড়মিল থাকলে আর্থিক সংস্থাকে রিজার্ভ ব্যাঙ্কের সংশ্লিষ্ট দপ্তরে তা জানাতে হবে। এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের আইনে। কিন্তু ফোনপে-র বিরুদ্ধে তা না করে কারচুপির অভিযোগ উঠেছে। এমনকী নথিপত্র পরীক্ষার জন্য ফিনটেক সংস্থাটির দপ্তরেও আরবিআই আধিকারিকরা গিয়েছিলেন বলে খবর।