ফের গুলি চলল কপিলের কানাডার ক্যাফেতে, ‘পরের হামলা মুম্বইয়ে’, শাসানি বিষ্ণোই গ্যাংয়ের!

ফের গুলি চলল কপিলের কানাডার ক্যাফেতে, ‘পরের হামলা মুম্বইয়ে’, শাসানি বিষ্ণোই গ্যাংয়ের!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলা কপিল শর্মার সদ্য শুরু হওয়া কানাডার ক্যাফেতে। গত মাসের শুরুর দিকে একদল দুষ্কৃতী কপিলের ক্যাফে লক্ষ্য করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। একই ঘটনার পুনরাবৃত্তি হল বৃহস্পতিবারও। ফলে মাসখানেকের মধ্যেই দু’বার হামলা হল কপিলের ক্যাফেতে। এবারের হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ধিঁলো। সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।

সোশাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়েছে, ‘জয় শ্রীরাম। সৎশ্রী আকাল। রাম রাম জানাই সব ভাইদের। আজ সারেতে অবস্থিত কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’-তে গুলি চলেছে। দায় নিচ্ছে গোল্ডি ধিঁলো, যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। আমরা ওঁকে ফোন করেছিলাম। কিন্তু তিনি ফোন ধরেননি। তাই অ্যাকশন করতে হল বাধ্য হয়েছে। এতেও যদি উনি পাত্তা না দেন, তাহলে এরপর হামলা হবে মুম্বইয়ে!’ যদিও পোস্টটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে আচমকাই একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেই হামলার দায় নিয়েছিল খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি। খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত ওই সন্ত্রাসবাদী। 

‘ক্যাপস ক্যাফে’ কপিল ও তাঁর ঘরনির বহুদিনের স্বপ্ন। আর ঠিক স্বপ্নের মতোই তাঁরা সাজিয়েছেন নিজেদের নতুন ক্যাফেটি। গোলাপি ও সাদা রঙের মেলবন্ধনে সেজে উঠেছিল তাঁদের ক্যাফের অন্দরমহল। খাবারেও ছিল সুস্বাদু নানা পদ। সম্প্রতি হয়েছে ক্যাফের উদ্বোধনও। আর তারপরেই আনন্দ পরিণত হল আতঙ্কে। এইমুহূর্তে ‘কপিল শর্মা শো সিজন ৩’ নিয়ে ব্যস্ত কৌতূক অভিনেতা কপিল শর্মা। ২১ জুন থেকে শুরু হয়েছে তাঁর শোয়ের নতুন সিজন। সঙ্গে শুরু করেছিলেন নতুন পথচলাও। কিন্তু তাঁর মাঝে হঠাৎই ঘটল ছন্দপতন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *