সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই। ইতিমধ্যেই ২৫০টি বিমান পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ব্যাহত যানবাহন পরিষেবাও। যে কারণে পিছিয়ে যেতে পারে, মুম্বইয়ে ভারতীয় পুরুষদের ক্রিকেট দলের এশিয়া কাপের দলঘোষণাও। এমনকী, মুম্বইয়ে লাল সতর্কতার মধ্যে নাকি সেই বিষয়ে নির্দেশিকা গিয়েছে।
মঙ্গলবার সকালেও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ জনজীবন। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিটি বিমান অন্তত ৪৫ মিনিট দেরিতে চলছে। সব মিলিয়ে ১৫৫টি বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হয়েছে। আরও ১০২টি বিমান পরিষেবাও ব্যাহত। শহরেও জল জমে যানবাহন পরিষেবা বিপর্যস্ত।
মঙ্গলবার দুপুর দেড়টা থেকে মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে এশিয়া কাপের দলঘোষণা রয়েছে। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক প্রধান অজিত আগরকর সেখানে উপস্থিত থাকবেন। তবে প্রবল বৃষ্টিতে সেই সাংবাদিক সম্মেলন পিছিয়ে যেতে পারে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বোর্ডের এক কর্তা সকালেই হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন, ‘আবহাওয়ার কারণে প্রথম সাংবাদিক সম্মেলনটি পিছিয়ে যেতে পারে’।
সূত্রের খবর, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে, মঙ্গলবার দলঘোষণা স্থগিত রাখা হতে পারে। এমনকী তা অন্যদিনও হতে পারে। যদিও তার সম্ভাবনা খুব কম। এশিয়া কাপের দলঘোষণার পর বেলা ৩:৩০ থেকে মহিলাদের বিশ্বকাপের দলঘোষণাও আছে। সেটা নিয়েও এখন সংশয় তৈরি হয়েছে। মুম্বইয়ে লাল সতর্কতা জারি রয়েছে। সমস্ত সরকারি ও আধা সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে।