সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর সময় শ্রীলেদার্স ছাড়া বাঙালির কেনাকাটা অসম্পূর্ণ। শ্রীলেদার্স শুধু একটা ব্র্যান্ড নয়, বাঙালির পরম আবেগের আর এক নাম। এর মধ্যেই সেজে উঠেছে বাঙালির একমাত্র ভরসার এই ফুটওয়্যার প্রতিষ্ঠান। ছোট-বড় সকলের পায়ে পায়ে চলার গল্পে জড়িয়ে রয়েছে শ্রীলেদার্স।
লিন্ডসে স্ট্রিটের ১০০ বর্গ ফুটের ছোট্ট একটা দোকান। সেখান থেকেই আজ সুবিশাল সাম্রাজ্য। বাঙালির পরম ভরসার ‘শ্রীলেদার্স’। বাঙালির পায়ে চলার কাহিনি যে ভদ্রলোকের হাত ধরে শুরু হয়েছিল, তিনি হলেন শ্রী সত্যব্রত দে। ব্যবসার শুরুটা সহজ ছিল না। তিনি নিজেই ছিলেন লিন্ডসে স্ট্রিটের ছোট্ট দোকানটার বিক্রেতা থেকে ক্লিনার -সবকিছুই। তাঁর জীবনের পুরোটা জুড়ে ছিল এই ব্যবসা। তিল তিল করে গড়ে তোলা সেই ব্যবসাই আজ বাঙালির এক বিশ্বস্ত ব্র্যান্ড।
ন্যায্য দামে বিশ্বমানের জুতো পরার অভ্যাস তৈরি করে দিলেন সত্যব্রতবাবু। প্রথম থেকেই তিনি প্রোডাক্টের গুণমান, ক্রেতা ও ভেন্ডরদের উপর জোর দিয়ে এসেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমেই আজ এই প্রতিষ্ঠান ভরসার সেরা ঠিকানা হয়ে উঠতে পেরেছে। আজও তাঁর নেতৃত্বেই এগিয়ে চলেছে এই বিজয় রথ।
লিন্ডসে স্ট্রিটের সেই ১০০ বর্গ ফুটের দোকানটা আজ ৪০০০০ বর্গ ফুটের বিশাল শোরুম। ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গেল-ব্র্যান্ড ফুটওয়্যার স্টোর হয়ে ওঠার গুরুত্ব অর্জন করেছিল এই শোরুম। মেজানাইন ফ্লোরে জিনিসপত্র রাখার ব্যবস্থা কিংবা ড্রপবক্সের নতুন ধারণা—সবই শ্রীলেদার্স-এর নিজস্ব সৃষ্টি। যা পরে অনেক প্রতিষ্ঠানই অনুকরণ করেছে। কিন্তু বাঙালি জানে ১৯৮৬ সালে এই প্রতিষ্ঠানের শুরুর ইতিহাসটা খুব একটা সহজ ছিল না।
সকলের ভালোবাসায় শ্রীলেদার্স আজ গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। ভারতের বিভিন্ন স্থানে রয়েছে আউটলেট। শ্রীলেদার্স আজ বৃহত্তর প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। সত্যব্রত দে যে ব্যবসার গোড়াপত্তন করেছিলেন তা আজ কৃতিত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছেন তাঁর কন্যা রচিতা দে (ডিরেক্টর)। তিনি জানান, “এবছর আরও একটা মাইলফলক অর্জন করেছে শ্রীলেদার্স। ১৩৩০ বর্গ ফুটের সুবিশাল LED স্ক্রিন সহ বাংলার সবচেয়ে বড় সিঙ্গল ব্র্যান্ড শোরুমের কৃতিত্ব অর্জন করেছে লিন্ডসে স্ট্রিট।” প্রতিষ্ঠানের ডিরেক্টর রচিতা দে বাঙালির সেরা উৎসবের প্রাক্কালে সকলের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়ে জানিয়েছেন, “আমরা যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের কাস্টমারের কাছে পৌঁছোতে পেরেছি, এর জন্য আমরা খুব এক্সাইটেড। আশা করব আপনাদের সকলের পুজো খুব ভালো কাটবে। শ্রীলেদার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন