পুজোয় আবারও চমক দিতে প্রস্তুত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এবারের থিম কী?

পুজোয় আবারও চমক দিতে প্রস্তুত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এবারের থিম কী?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সুলয়া সিংহ: রথের রশিতে টান দেওয়া মানেই উমাকে আহ্বান। দুর্গাপুজোর সময় এল কাছে! রীতি অনুযায়ী, রথের দিনই দুর্গোৎসবের কাঠামো পুজো হয়। শুরু হয় মৃন্ময়ী গঠনের কাজ। শুক্রবার রথের উৎসব মিটতেই তাই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর তোড়জোড়। প্রতি বছর পুজোয় বিশেষ চমক থাকে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কখনও সেখানে দেবীমূর্তি অবস্থান করে পৃথিবীর সুউচ্চ ইমারত ‘বুর্জ খলিফা’য়, কখনও ভ্যাটিকান সিটির ব্যাসিলিকায়, কখনও আবার ডিজনিল্যান্ডে। ২০২৫-এও তাদের পুজোয় রয়েছে বড়সড় চমক। কী সেটা? ক্রমশ প্রকাশ্য!

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ, ২০২৪। ফাইল চিত্র।

পুজোর বাকি কমবেশি তিনমাস। তবে প্রস্তুতি তো আগে থেকেই শুরু হয়। রথের পর রবিবারই খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের। থাকবেন উদ্যোক্তা তথা মন্ত্রী সুজিত বসু। ২০২৪ সালে লেকটাউনে একটুকরো তিরুপতি বালাজি মন্দির উঠে এসেছিল কলকাতার বুকে। শ্রীভূমির সেই মণ্ডপে দেবী দুর্গা অধিষ্ঠিত হয়েছিলেন। প্রতিবারই মহালয়া থেকে সেখানে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সে বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী উদ্যোক্তারা।



২০২১ সালে শ্রীভূমিতে উঠে এসেছিল বুর্জ খলিফা। ফাইল ছবি।

এবছর শ্রীভূমির থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। নিউ জার্সির বিশাল এলাকা জুড়ে শ্বেতপাথরে তৈরি এই মন্দির খুব বেশি পুরনো নয়। তবে মাহাত্ম্য এবং সৌন্দর্যে তা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর তাই এবছর সেই মন্দিরকেই থিম হিসেবে বেছে নিয়েছেন শ্রীভূমির কর্তারা।

নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির।

নিউ জার্সির ওই মন্দিরের শ্বেতপাথর ছাড়াও বিশেষ নজরকাড়া প্রবেশদ্বারে হস্তীদের অবস্থান। তাদের পিঠের স্বর্ণের কারুকাজ চোখধাঁধানো। শ্রীভূমির মণ্ডপেও হুবহু সেই সৌন্দর্যই ফুটে উঠবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

এবছরের পুজোয় শ্রীভূমির থিম এই মন্দির।

এখানকার থিম বারবার প্রশংসনীয় হয়ে ওঠে যে কারণে, তা অবশ্যই তার শিল্পকলার নৈপুণ্য ও নিখুঁত হাতের কাজ। ডিজনিল্যান্ড থেকে বুর্জ খলিফা, এই বিগ বাজেট পুজোয় যেন কলকাতার মিলেমিশে যায় আমেরিকা, দুবাই। এবার নিউ জার্সির মেলবন্ধনের পালা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে লেকটাউন ভিড়ে ভিড়াক্কার হওয়ার অপেক্ষা শুধু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *