পিসিবি-কে বিদেশি চেয়ারম্যান নিয়োগের পরামর্শ হাফিজের, প্রস্তাবও পেয়ে গেলেন ভারতীয় প্রাক্তনী!

পিসিবি-কে বিদেশি চেয়ারম্যান নিয়োগের পরামর্শ হাফিজের, প্রস্তাবও পেয়ে গেলেন ভারতীয় প্রাক্তনী!

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটকে বাঁচানোর উপায় কী? অভিনব পন্থা নিয়ে উপস্থিত প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ। দুর্দশা থেকে বাবরদের উদ্ধার করতে তিনি বদলের ডাক দিলেন পিসিবি-তে। আর সেখানেই তাঁর চমক।

নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের কাছে পরাজয়। টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবরদের পারফরম্যান্স দেখে হতাশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। প্রায় রোজই কিছু না কিছু তোপ দাগছেন তাঁরা। ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে পাঁচদিনেই বাইরে। বাবর-রিজওয়ানদের সমালোচনায় মুখর প্রাক্তন ক্রিকেটাররা। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ অবশ্য বৃষ্টির জন্য ভেস্তে যায়। 

তার সঙ্গে পাক ক্রিকেট বোর্ডকেও নিশানা করছেন মহম্মদ হাফিজ। তার জন্য অভিনব পন্থা নিয়ে হাজির তিনি। বিদেশি কোচ, বিদেশি ম্যানেজমেন্টের কথা তো অনেক শোনা গিয়েছে। এবার হাফিজের পরামর্শ, বিদেশি চেয়ারম্যানই বা কেন পিসিবি-র মাথায় বসানো যাবে না? তাঁর বক্তব্য, “আমাদের বিদেশি কোচ প্রয়োজন। আমার মতে, বিদেশি কোচদের পারফরম্যান্স সেরা। সমাধানের কথা বললে আমরা বিদেশি কোচ, বিদেশি ম্যানেজমেন্টের কথা বলি। তাহলে বিদেশি চেয়ারম্যান কেন নয়?”

একদিকে যখন হাফিজ বিদেশি চেয়ারম্যানের কথা বলছেন, তখন ওয়াকার ইউনিস ভারতের এক প্রাক্তন ক্রিকেটারকে প্রস্তাবই দিয়ে ফেলেছেন। এমনিতে পাক ক্রিকেটে বদলের ডামাডোল প্রায়ই চলে। তার মধ্যেই মজা করে অজয় জাদেজাকে পিসিবি চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিয়ে ফেললেন। যদিও জাদেজার পালটা, “আমার তো বাচ্চাকাচ্চা আছে, ওয়াসিমেরও আছে।” পুরো ঘটনাটাই অবশ্য ঘটেছে মজার ছলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *