পার্টির নিয়ম ভেঙে বসানো ৩ জেলা সম্পাদক বদলের পথে সিপিএম, তবু এড়ানো যাচ্ছে না অসন্তোষ

পার্টির নিয়ম ভেঙে বসানো ৩ জেলা সম্পাদক বদলের পথে সিপিএম, তবু এড়ানো যাচ্ছে না অসন্তোষ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


রূপায়ণ গঙ্গোপাধ‌্যায়: পার্টিতে কোন্দল ঠেকাতে ঢোঁক গিলতে হচ্ছে আলিমুদ্দিনকে। পার্টির নিয়ম ভেঙে বসানো তিন জেলা সম্পাদককে নিয়ে প্রশ্নের মুখে পড়ে তাঁদের সরাতে চলেছে সিপিএম রাজ্য নেতৃত্ব। কোচবিহার, মালদহ ও পূর্ব মেদিনীপুর–এই তিন জেলা কমিটির সদ‌্য বসানো সম্পাদকদের বদল করতে পারে আলিমুদ্দিন।

সূত্রের খবর, কোচবিহারে দলের নিয়ম লঙ্ঘন করে জেলা সম্পাদক করা হয়েছে সত্তর পেরিয়ে যাওয়া অনন্ত রায়কে। ৭০ বছর বয়সের বেশি কেউ জেলা কমিটির সম্পাদক থাকতে পারবেন না, এটাই পার্টির নিয়ম। কোচবিহারে জেলা সম্পাদক পদে দৌড়ে ছিলেন মহানন্দ সাহা। কিন্তু তাঁকে নিয়ে আপত্তি ছিল অনন্ত এবং এক রাজ‌্য নেতার। সিপিএম চেয়েছিল, কোচবিহার জেলায় রাজবংশী কোনও নতুন মুখ সম্পাদক হোন। কিন্তু তেমন কাউকে পাওয়া যায়নি। আবার অনন্ত রাজবংশী অংশের প্রতিনিধি। তাই তাঁকেই বয়স বিধি ভেঙে ফের সম্পাদক করা হয়।

সিপিএমে নিয়ম, এক ব‌্যক্তি একটি স্তরে তিনবারের বেশি সম্পাদক থাকতে পারবেন না। কিন্তু মালদহে অম্বর মিত্রকে চতুর্থবারের জন‌্য জেলা কমিটির সম্পাদক করা হয়েছে। পূর্ব মেদিনীপুরেও নিরঞ্জন সিহি তিনবারের মেয়াদ পূর্ণ করে চতুর্থবারের জন‌্য জেলা সম্পাদক হয়েছেন। সূত্রের খবর, এই মালদহ ও পূর্ব মেদিনীপুরে বিকল্প নাম নিয়ে একাধিক মত ছিল। তাই কোন্দল ও অশান্তি এড়াতেই পার্টির নিয়ম লঙ্ঘন করে ব‌্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়। আবার বাঁকুড়ার জেলা সম্পাদক করা হয়েছে দেবলীনা হেমব্রমকে। এই প্রথম মহিলা মুখকে জেলা সম্পাদক করেছে সিপিএম।

কিন্তু ভিতরের খবর, দ্বন্দ্ব এড়াতেই দেবলীনাকে সম্পাদক পদে বসানো হয়েছে। দেবলীনার ক্ষেত্রেও অবশ‌্য পার্টির নিয়ম লঙ্ঘিত হয়েছে। সিপিএমে কোনও ব‌্যক্তি একইসঙ্গে তিনটি পদে থাকতে পারেন না। কিন্তু রাজ‌্য ও কেন্দ্রীয় কমিটির সদস‌্য হওয়া সত্ত্বেও দেবলীনাকে আবার জেলা সম্পাদক করা হয়েছে। তবে দেবলীনা জেলা সম্পাদক থাকবেন। কিন্তু নিরঞ্জন সিহি, অনন্ত রায় ও অম্বর মিত্রকে জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কারণ, কেন নিয়ম অগ্রাহ্য করে পুরনোদের জেলা সম্পাদক পদে আবার বসানো হল, তা নিয়ে গত রাজ‌্য কমিটির বৈঠকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিমকে। আবার সিপিএম এই ব‌্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ায় সদ‌্য শেষ হওয়া পার্টির রাজ‌্য সম্মেলনেও প্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন, “বয়সের সময়সীমা বেঁধে দেওয়া কতটা যুক্তিযুক্ত?” ফলে বিড়ম্বনা এড়াতে তিন জেলা সম্পাদক বদলের পথেই যাচ্ছে আলিমুদ্দিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *