সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি মদতেই নৃশংস হামলা হয়েছে পহেলগাঁওয়ে! এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সেই ধারণায় কার্যত সিলমোহর পড়েছে পাক সেনাপ্রধানের একটি পুরনো মন্তব্যে। কিন্তু প্রশ্ন উঠছে, ভূস্বর্গে এমন ভয়াবহ হামলা নিয়ে পাক ক্রিকেটমহল চুপ কেন? বারবার তারা দাবি করে পাকভূমে ভারতীয় ক্রিকেটাররা নিরাপদ। কিন্তু তাদের দেশের মদতে কেন রক্ত ঝরে সাধারণ ভারতবাসীর?
মাত্র মাস চারেক আগেই নিজেদের দেশের নিরাপত্তা নিয়ে বুক বাজাত পাকিস্তান। তাদের দাবি, ভারত গায়ের জোরে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করে রেখেছে। ২০০৮ সালের পর থেকে পাক সফরে যায়নি ভারতীয় দল। পাকিস্তান জোর গলায় বলেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকভূমে যেতে হবে ভারতকে। সেদেশে নাকি রোহিত শর্মা-বিরাট কোহলিরা সম্পূর্ণ নিরাপদ। শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তানে পাঠানো হয়নি ভারতীয় দলকে। কারণ মেন ইন ব্লুর নিরাপত্তা নিয়ে সংশয় ছিলই।
চ্যাম্পিয়ন্স ট্রফির মাসদেড়েক পরেই পহেলগাঁওয়ে জঘন্য হামলা চালাল পাক জঙ্গি সংগঠন। বেছে বেছে গুলি চালানো হল ২৬ জন হিন্দুর উপর। পাক জঙ্গিদের স্পষ্ট বার্তা, হিন্দু হওয়ার কারণেই মৃত্যু হল এই সাধারণ ভারতীয়দের। নৃশংস হামলার প্রতিবাদে সুর চড়িয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু নিরাপত্তা নিয়ে বড়াই করা পাকিস্তানের ক্রিকেটমহল মুখে কুলুপ এঁটেছে। মাত্র দুই শব্দে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। বাকি তাবড় ক্রিকেটাররা প্রত্যেকেই চুপ।
Unhappy & heartbroken
#PahalgamTerroristAttack
— Mohammad Hafeez (@MHafeez22) April 23, 2025
ফলে প্রশ্ন উঠছে, যে পাকিস্তান নিরাপত্তা নিয়ে এত বড় বড় কথা বলত, সেদেশের ক্রিকেটমহল কেন পহেলগাঁও হামলা নিয়ে কিছুই বলবে না? পাকিস্তানের মদতে যেভাবে দিনের পর দিন ভারতে জঙ্গি হামলা চলছে, তার প্রতিবাদ করে পাক সরকারের সমালোচনায় কেন সুর চড়াচ্ছে না পাক ক্রিকেটমহল? ক্রিকেটপ্রেমীদের অনেকে শিউরে উঠছেন, ভারতীয় দল যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেত, তাহলে কি তাঁদের উপরেও হামলা হত এইভাবেই?