সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ঘরের মাঠে ভারতীয় মহিলা দল গুয়াহাটিতে ৩০ সেপ্টেম্বর তাদের অভিযান শুরু করবে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ঘরের মাঠে খেলা মানেই আলাদা চাপ। ভারতীয় দলের উপর সমর্থকদের প্রত্যাশাও প্রচুর। যদিও এসব নিয়ে মোটেই ভাবতে রাজি নন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি জানিয়েছেন, তাঁরা কোনওরকম চাপ নিতে রাজি নন। তাছাড়াও বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে ভারতকে। পাক ক্রিকেটারদের সঙ্গে কি হাত মেলাবেন? জবাবে কী বললেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক?
হরমনপ্রীত শুক্রবার বলছিলেন, “দেশকে নেতৃত্ব দেওয়া যেকোনও খেলোয়াড়ের কাছে বিশেষ মুহূর্ত। আর দেশের মাটিতে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াটা আরও স্পেশাল। এই অভিজ্ঞতা অভূতপূর্ব। কারণ, আমি যখন খেলা শুরু করি, তখন ভাবিইনি দেশকে নেতৃত্ব দেব। এটা স্বপ্নের মতো ব্যাপার। প্রায় ১২ বছর পর আবার দেশের মাটিতে বিশ্বকাপ হচ্ছে। এবং ভারতীয় মহিলা ক্রিকেটারদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। আমরা সবাই পুরো প্রতিযোগিতাটি উপভোগ করতে চাই। কোনওরকম বাড়তি চাপ নিতে রাজি নই।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে নামবে ৫ অক্টোবর। যদিও এই ম্যাচ নিয়ে এখনই ভাবতে রাজি নন হরমনপ্রীত। এমনিতেই দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ভারত এবং পাকিস্তান ম্যাচটি হবে কলম্বোয়। চলতি এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
হরমনপ্রীত বলছেন, “আমরা মাঠে নেমে শুধু ক্রিকেটটা খেলতে পারি। বাদবাকি বিষয় নিয়ে আমরা ভাবতে রাজি নই। যে বিষয়গুলি আমাদের হাতে নেই, সেগুলি নিয়ে কেন ভাবতে যাব? আমরা ক্রিকেট খেলতে এসেছি, ক্রিকেটটাই খেলব।” এদিকে, অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসে হিলি জানিয়েছেন, ভারতের মাটিতে ভারতকে হারানো বেশ কঠিন কাজ। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সাতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।