পহেলগাঁও হামলার পর সেনার ওয়েবসাইট হ্যাকের চেষ্টা! সাইবার হানা রুখল ভারত

পহেলগাঁও হামলার পর সেনার ওয়েবসাইট হ্যাকের চেষ্টা! সাইবার হানা রুখল ভারত

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলা। এরপর ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা পাকিস্তানি হ্যাকারদের। লক্ষ্য হল ভারতের সাইবার সুরক্ষা নষ্ট করা। যদিও শত্রুর মুখে ছাই দিয়ে হ্যাকারদের ষড়যন্ত্র ব্যর্থ করেছে ভারতীয় প্রযুক্তিবিদরা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এমনটাই।

শুধু একবার নয়, বার বার ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ‘ইন্টারনেট অফ খিলাফাহর’ নামে একটি হ্যাকার গোষ্ঠী। জানা গিয়েছে, ওয়েবসাইট বিকৃত করার চেষ্টা চালিয়েছে তারা। এমনকী ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা হয়েছে। একদিকে যখন নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। সেই সময়ই শ্রীনগর এবং রানিখেতের সেনাবাহিনী স্কুলের ওয়েবসাইটগুলিতে হানা দিয়েছিল পাকিস্তানি হ্যাকারেরা।

সূত্রের খবর, ‘আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন’ এবং ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেসমেন্ট অর্গানাইজেশন’-এর পোর্টালও হ্যাকারেরা নিশানা করেছিল। যদিও ভারতীয় প্রযুক্তিবিদদের বহুস্তরীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা ভেদ করে শেষ পর্যন্ত হ্যাক করতে পারেনি তারা।

এদিকে পহেলগাঁও হামলায় সরাসরি প্রত্যাঘাতে বড় কোনও পদক্ষেপের পথে ভারত। নয়াদিল্লির গতিবিধি অন্তত তেমনটাই বলছে। সোমবারের পর মঙ্গলবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠক। ৭ নম্বর লোককল্যাণ মার্গের জরুরি বৈঠকে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *