পহেলগাঁও হামলার পর ভারতের আগ্রাসী আচরণ, রাষ্ট্রসংঘে নালিশ জানাবে পাকিস্তান!

পহেলগাঁও হামলার পর ভারতের আগ্রাসী আচরণ, রাষ্ট্রসংঘে নালিশ জানাবে পাকিস্তান!

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের হত্যার পরে তলানিতে পৌঁছছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। সিন্ধু জলচুক্তি স্থগিত, ভিসা বাতিল, আকাশসীমা বন্ধ করা, বাণিজ্য বন্ধের মতো একাধিক প্রত্যাঘাত করেছে নয়াদিল্লি। পালটা সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদও। এই আবহে নয়াদিল্লির বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাবে পাকিস্তান। সূত্রের খবর, রবিবার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক।

পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামীকাল, অর্থাৎ সোমবার বিকেলে পাক সংসদ ভবনে জরুরি অধিবেশন ডাকা হয়েছে। রবিবার ছিল সর্বদলীয় বৈঠক। পাশাপাশি এদিনই বিদেশমন্ত্রী ইশক দার নির্দেশ দিয়েছেন, দ্রুত নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য পদক্ষেপ করা হবে। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর একটি প্রতিবেদনের দাবি, পাকিস্তান ভারতের আগ্রাসী কর্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে জানাবে। তুলে ধরা হবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার কথাও। বিবৃতিতে আরও বলা হয়েছে, নয়াদিল্লির আগ্রাসী আচরণে ‘শান্তি ও নিরাপত্তা’ বিঘ্নিত হচ্ছে।

পহেলগাঁও কাণ্ডের পর ভারতের একাধিক সিদ্ধান্ত, যেমন সিন্ধু জলচুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা, বাণিজ্য বন্ধ করা, ইউটিউব-টুইটারের মতো একাধিক সমাজমাধ্যম ব্লক করা, কোথাও নদীর জল ছাড়া, কোথাও বা বাঁধ দেওয়ার ঘটনায় একেবারেই খুশি নয় ইসলামাবাদ। ভারতের এমন ভূমিকার নিন্দা প্রস্তাব পাশ করানো হতে পারে সোমবার পাকিস্তান পার্লামেন্টে। এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে ভারত-পাক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলেও খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *