‘পহেলগাঁও হামলায় যুক্ত প্রমাণ দিন’, সন্ত্রাসী TRF-এর ‘ঢাল’ হলেন শাহবাজের ডেপুটি

‘পহেলগাঁও হামলায় যুক্ত প্রমাণ দিন’, সন্ত্রাসী TRF-এর ‘ঢাল’ হলেন শাহবাজের ডেপুটি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস্কর ই তৈবার শাখা সংগঠন টিআরএফকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে আমেরিকা। এই ঘোষণায় গাত্রদাহ শুরু হয়েছে পাকিস্তানের। আমেরিকাকে তোষামোদকারী পাকিস্তান এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সরাসরি জঙ্গি সংগঠন টিআরএফের হয়ে ব্যাট ধরল। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশক দার সুর চড়িয়ে জানাল, ‘পহেলগাঁও জঙ্গি হামলায় টিআরএফ যুক্ত থাকলে তার প্রমাণ দেওয়া হোক।’ অথচ ২২ এপ্রিলের হামলার পর নৃশংস এই হামলার দায় নিয়েছিল টিআরএফ। পরে কোনও এক অজ্ঞাত কারণে দায় অস্বীকার করে তারা।

এদিন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশক দার বলেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে টিআরএফকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছিল। তবে আমরা শুরু থেকে এর বিরোধিতা করেছি। সেই ঘটনার পর সারা বিশ্ব থেকে আমি একাধিক ফোন পেয়েছি। কিন্তু কারও কাছে পাকিস্তান নত হয়নি।” দার বলেন, “আমরা টিআরএফকে অবৈধ বলে মনে করি না। টিআরএফ যদি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা করে থাকে তবে তার প্রমাণ দেওয়া হোক। টিআরএফের দায় প্রমাণ হলে সব অভিযোগ আমরা মেনে নেব। তবে যতক্ষণ না প্রমাণ দেওয়া হচ্ছে ততক্ষণ এই অভিযোগ আমরা মানব না।”

শুক্রবার বিবৃতি দিয়ে টিআরএফকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’ তালিকাভুক্ত করেছে আমেরিকা। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আমেরিকার তরফে বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসদমন এবং জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার পক্ষে বারবার সওয়াল করেছে ভারত। টিআরএফকে জঙ্গি ঘোষণা করার বিষয়টিও সন্ত্রাসদমনে ভারত-আমেরিকার সহযোগিতার প্রতিফলন। সঠিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে টিআরএফকে নিয়ে।’ মার্কিন ওই বিবৃতিকে প্রত্যাশিতভাবেই স্বাগত জানায় নয়াদিল্লি। ভারত জানায়, সন্ত্রাসদমনে আমেরিকার সঙ্গে ভারতের নিবিড় সহযোগ রয়েছে। সেটারই প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।

প্রত্যাশিতভাবেই মার্কিন ওই বিবৃতির পর জেহাদি সংগঠন টিআরএফকে বাঁচাতে আসরে নেমে পড়ে পাকিস্তান। ইসলামাবাদ মার্কিন বিবৃতির একাধিক পয়েন্টে আপত্তি জানায়। পাক সরকার বিবৃতিতে দাবি করে, পহেলগাঁওয়ের ঘটনার তদন্ত এখনও অমীমাংসিত। ফলে সেই ঘটনার ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ইসলামাবাদের দাবি, “লস্কর পাকিস্তানে নিষিদ্ধ একটি বিলুপ্ত সংগঠন। ওই সংগঠনের শাখাগুলিকে ভেঙে দেওয়া হয়েছে। নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তান কার্যকরভাবে ওই সংগঠনকে ধ্বংস করে দিয়েছে। সেই সংগঠনের সঙ্গে টিআরএফের যোগসাজশ বাস্তবসম্মত নয়।” এর ইস্যুতেই এবার মুখ খুললেন শাহবাজ শরিফের ডেপুটি ইশক দার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *