সোমনাথ রায়, নয়াদিল্লি: পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর, আহমেদাবাদ দুর্ঘটনা-একাধিক ঘটনার পর অবশেষে সংসদে বসতে চলেছে অধিবেশন। আগামী ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হবে। একমাসব্যাপী অধিবেশনে কেন্দ্রকে নিশানা করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল ইন্ডিয়া জোট। জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই সংসদে বৈঠকে বসতে চলেছে জোটের সদস্যরা। তবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সম্ভবত এই বৈঠকে থাকবেন না।
প্রাথমিকভাবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, আগামী ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। তবে শেষ মুহূর্তে অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। তবে এর মাঝে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৫ আগস্ট অধিবেশন বন্ধ থাকবে। তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য ১৩ ও ১৪ তারিখ অধিবেশন বসবে না। অধিবেশন শুরুর আগে রীতি মেনে ১৯ জুলাই সর্বদল বৈঠকও ডাকছে মোদি সরকার।
সর্বদল বৈঠকের দিনই ইন্ডিয়া জোটেরও বৈঠক হবে বলে জানা গিয়েছে। মূলত কেন্দ্রকে আক্রমণের স্ট্র্যাটেজি স্থির করতেই এই বৈঠক। উল্লেখ্য, অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন বিরোধীরা। কিন্তু সেই দাবি নাকচ করে দিয়েছে মোদি সরকার। অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে সংসদে আলোচনা এড়িয়েই যেতে চাইছে কেন্দ্র। কিন্তু সেটা যে সম্ভব না তাও বুঝতে পারছে বিজেপি। তাছাড়া আহমেদাবাদ দুর্ঘটনার পরও এটাই প্রথম সংসদ অধিবেশন। এছাড়াও ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ সংশোধনের এর কাজ নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। বাদল অধিবেশনের শুরু থেকে এই বিষয়গুলি নিয়েই সুর চড়াতে পারে বিরোধীরা।
তবে ইন্ডিয়া জোটের এই বৈঠকে সম্ভবত থাকবে না তৃণমূল। বৈঠকের দু’দিন পরেই ২১ জুলাই। শহিদ দিবসের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন দলীয় নেতৃত্ব। যেহেতু ওইদিনই বাদল অধিবেশন শুরু হচ্ছে, তাই অধিবেশনেও তৃণমূল সাংসদরা হাজির থাকবেন না বলেই ধরে নেওয়া যায়।