সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত যখন পুরোদস্তুর যুদ্ধের মহড়ায় ব্যস্ত, তখন পহেলগাঁও কাণ্ড নিয়ে পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন বসছে সোমবার। একাধিক পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেল ৫টায় পাক সংসদ ভবনে জরুরি অধিবেশনটি হবে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পার্লামেন্টের নিম্নকক্ষে এই অধিবেশনটি ডেকেছেন। এই অধিবেশনে কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তাব আনা হবে?
আপাতত তেমন সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। পহেলগাঁও কাণ্ডের পর ভারতের একাধিক সিদ্ধান্ত, যেমন সিন্ধু জলচুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা, বাণিজ্য বন্ধ করা, ইউটিউব-টুইটারের মতো একাধিক সমাজমাধ্যম ব্লক করা, কোথাও নদীর জল ছাড়া, কোথাও বা বাঁধ দেওয়ার ঘটনায় একেবারেই খুশি নয় ইসলামাবাদ। ভারতের এমন ভূমিকার নিন্দা প্রস্তাব পাশ করানো হতে পারে সোমবার। এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে ভারত-পাক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলেই খবর।
পাক সংবাদমাধ্যম ‘ডন’ সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার আবহে শাহবাজ শরিফ সরকার সর্বদল বৈঠক ডেকেছিল রবিবার। বৈঠকে উপস্থিত ছিলেন পাক সেনার মুখপাত্র এবং দেশের তথ্যমন্ত্রী। সেখানে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সর্বদলীয় বৈঠকে এই মুহূর্তের গোটা বিশ্বের কাছে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
এদিকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বার্তা দিন, ‘যারা দেশের বিরুদ্ধে চোখ তুলে তাকিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়ার দায়িত্ব আমার।’ দেশবাসীর হৃদয়ে জ্বলতে থাকা প্রত্যাঘাতের আগুন আরও উসকে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা, ‘দেশ যা চাইছে সেটাই হবে।’