‘পহেলগাঁওয়ে হামলাকারীদের শাস্তি দেবই’, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের ফোন জয়শংকরের

‘পহেলগাঁওয়ে হামলাকারীদের শাস্তি দেবই’, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের ফোন জয়শংকরের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলা নিয়ে এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। নৃশংস এই ঘটনার বদলা নিতে কীভাবে পাকিস্তানের উপর আঘাত হানে দিল্লি সেদিকেই এখন নজর সকলের। তৎপর নরেন্দ্র মোদির সরকার। প্রতিনিয়ত চলছে বৈঠক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালানো নিয়ে পাক ফৌজকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা।

বহুদিন ধরে দাবি জানালেও এখনও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারেনি ভারত। আলজেরিয়া, গ্রীস, গায়ানা, পানামা, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া এই রাষ্ট্রগুলো এখানকার অস্থায়ী সদস্য। জানা গিয়েছে, বুধবার এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন জয়শংকর। সকলকেই তিনি পহেলগাঁওয়ের হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। এই কথোপকথন খুবই তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের। কারণ ২০২৫-২০২৬ মেয়াদে পাকিস্তানও রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ সদস্য।

এর আগে বহুবার কাশ্মীর ইস্যুতে ভারতকে খোঁচা দিয়ে চেয়েছে ইসলামাবাদ। কিন্তু কোনও সময়ই হালে পানি পায়নি। পহেলগাঁও হামলায় জড়িত থাকার কথা প্রথম থেকেই অস্বীকার করছে পাক সরকার। এই ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৫ পর্যটক-সহ এক স্থানীয় নাগরিকের। সেনার পোশাকে এসে ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় তাঁদের। প্রথমে এই হামলার দায় স্বীকার করেও পরে তা অস্বীকার করে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন টিআরএফ। কাশ্মীরের মাটিতে সন্ত্রাস চালাতে এই সংগঠনকে জল-সার দিয়ে মহীরুহ করে তুলেছে পাক সেনা ও আইএসআই বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে দু’দিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ জানিয়েছিলেন, “সন্ত্রাসবাদকে অর্থ ও মদত দেওয়ার মতো ঘৃণ্য কাজ গত তিন দশক ধরে করে এসেছি আমরা। এই কাজ পাকিস্তান করেছে, আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমের দেশগুলোর জন্য। এটা আমাদের ভুল ছিল। যার ফল আমাদের ভুগতে হচ্ছে।” এই বক্তব্যই তুলে পাকিস্তানকে তুলোধোনা করে ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *