সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ভূস্বর্গের বুকে ঘটে গিয়েছে ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলা। জঙ্গিদের গুলিতে ঝাঁজরা ২৬ টি তরতাজা প্রাণ, যাঁদের সিংহভাগই স্রেফ ‘ভারতের সুইজারল্যান্ড’-এর সৌন্দর্য দেখতে গিয়ে এভাবে মৃত্যুমুখে পড়েছেন। পহেলগাঁওয়ের আকাশে-বাতাসে এখনও যেন বুলেটের গর্জন, মৃত্যুপুরীর হিমশীতলতা আর নীরবতা। এর নেপথ্যে রয়েছে পাক সন্ত্রাসবাদী সংগঠন লসকর-ই-তইবা। অর্থাৎ ভারতের মাটিতে ফের একটা হিংসাত্মক কার্যকলাপ ঘটানো তাদেরই মস্তিষ্কপ্রসূত। এই আবহে প্রতিবেশী দেশকে পালটা দিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। তারই অংশ হিসেবে এবার নিজেদের নৌশক্তি প্রদর্শন করল ভারত। বৃহস্পতিবার আরব সাগরে নৌ মহড়া চলাকালীন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হল। ভারতীয় নৌবাহিনীর দাবি, এটা নৌপথে আত্মরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ‘আত্মনির্ভর ভারত’-এরই ফসল।
#WATCH | Indian Navy’s newest indigenous guided missile destroyer INS Surat efficiently carried out precision cooperative engagement of sea skimming goal marking one other milestone in strengthening our protection capabilities.
(Supply: Indian Navy) pic.twitter.com/qs4MZTCzPS
— ANI (@ANI) April 24, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন