পর্যটক টানার চেষ্টা, বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগে উত্তর সিকিমে চালু প্যারাগ্লাইডিং

পর্যটক টানার চেষ্টা, বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগে উত্তর সিকিমে চালু প্যারাগ্লাইডিং

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


বিশ্বজ্যোতি ভট্টাচার্য: আবহাওয়া ভালো যাচ্ছে না উত্তর সিকিমের। টানা ভারী বৃষ্টিতে ধস নামছে বিভিন্ন জায়গায়। কিছুদিন আগেও লাচুং, লাচেনের সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে পর্যটনের মরশুম দরজায় কড়া নাড়ছে। আবহাওয়ার কারণে এবার পুজোর ছুটিতে অনেকেই যেতে চাইছেন না উত্তর সিকিমে। কারণ, ভূমিধসে বিধ্বস্ত রাস্তার হ্যাপা। ট্যুর অপারেটর সংস্থাগুলিও দক্ষিণ ও পশ্চিম সিকিমে ভ্রমণে উৎসাহ দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং বেশি পর্যটক টানতে উত্তর সিকিমে চালু করা হয়েছে শূন্যে ডানা মেলে তুষারাবৃত পাহাড়ের সৌন্দর্য উপভোগের জন্য প্যারাগ্লাইডিং।

অনেকটা দড়ি টানাটানি দশা। যখন সমতলের ট্যুর অপারেটর সংস্থা, এমনকী রাজ্য ইকো ট্যুরিজম কমিটি নিরাপত্তার প্রয়োজনে ভূমিধসে বিধ্বস্ত উত্তর সিকিম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। দক্ষিণ ও পশ্চিম সিকিমে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। ঠিক তখন পর্যটক টানতে উত্তর সিকিমের লাচুংয়ে প্যারাগ্লাইডিং চালু করল একটি সংস্থা। সমাজমাধ্যমে তাদের ঘোষণা, ‘লাচুংয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যে প্যারাগ্লাইডিং এখন পর্যটকদের জন্য উন্মুক্ত।’ সেই ভিডিও প্রকাশ করে জোর কদমে চলছে প্রচার। অ্যাডভেঞ্চারপ্রেমীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘অত্যাশ্চর্য উপত্যকা এবং তুষারাবৃত পাহাড়ের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় মনোরম দৃশ্য বিস্মিত করবে।’

Paragliding launched in North Sikkim in an attempt to attract tourists

জানা গিয়েছে, ওই প্যারাগ্লাইডিংয়ের জন্য বিশ্বজুড়ে অসংখ্য টুর্নামেন্ট জিতেছেন এমন অভিজ্ঞ ফ্লাইটার রাখা হয়েছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, ‘আপনি নিশ্চিত থাকতে পারেন নিরাপদ হাতে আছেন।’ শূন্যে ডানা মেলে তুষারাবৃত পাহাড় দেখার সুযোগ নিতে ফোনে প্যারাগ্লাইডিং বুকিং শুরু হয়েছে। হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “আমরা পর্যটকদের শুধু সতর্ক করতে পারি। এর বাইরে কিছু করার নেই। রাস্তার পরিস্থিতি জানার পরও কেউ উত্তর সিকিমে যেতে চাইলে যাবেন। বাধা দেব কেন?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *